আহত ছাত্র-জনতার পাশে দাঁড়াতে কনসার্ট

আহত ছাত্র-জনতার পাশে দাঁড়াতে কনসার্ট

জুলাইয়ের কোটা সংস্কারের আন্দোলন পরবর্তীতে গণ-আন্দোলনে রূপ নেয়। ছাত্রদের পাশাপাশি ওই আন্দোলনে যুক্ত হয় দেশের সাধারণ জনগণও।দীর্ঘ এক মাসের এই আন্দোলনে ছাত্র-জনতার অনেকে প্রাণ হারায় এবং অনেকে গুরুতর আহত হয়েছেন।

আহতদের অনেকে এখনও দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাদের পাশে দাঁড়াতে একটি অর্থ তহবিল সংগ্রহের কনসার্টের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, ‘স্বাধীন কণ্ঠস্বর: গণ-আন্দোলনে আহতদের জন্য গান’ শিরোনামে এই কনসার্টে পারফর্ম করবে আভাস, আর্বোভাইরাস, সাবকনশাস, এরশাদ জামান, তুলকালাম, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, ওঙ্কার ও ডোপামিন।

আয়োজক হিসেবে রয়েছে থার্টি সিক্স এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটি জানায়, এই কনসার্টের জন্য একটা টিম কাজ করছে। তারা ঢাকা-সোহরাওয়ার্দী-মিটফোর্ড মেডিকেলে ঘুরে ঘুরে ২০-৩০ জনের একটা তালিকা তৈরি করেছে। কনসার্টের টিকিট বিক্রি থেকে যে টাকা উঠবে সেটা দিয়ে তাদের পাশে দাঁড়াবে।

কনসার্টটি শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে। পাশাপাশি থাকছে ছাত্র-জনতার আন্দোলনের চিত্র প্রদর্শনী। শ্রোতারা সকাল ১১টা থেকে ভেন্যুতে প্রবেশ করতে পারবেন।  

ইতোমধ্যেই টিকিফাই (https://tickify.live/) প্ল্যাটফর্মে এ কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট মূল্য ২০০ টাকা এবং তিনটি টিকিট একসঙ্গে ৫০০ টাকা।

জানা যায়, সংগৃহীত অর্থ ভেন্যুতেই আহতদের পরিবারের কাছে তুলে দেওয়া হবে। পাশাপাশি ব্যক্তিগতভাবে কেউ চাইলে এই উদ্যোগের মাধ্যমে আর্থিক সহায়তা করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS