এবার বিএনপির সঙ্গে সংলাপ হবে কি না, জানালেন কাদের

এবার বিএনপির সঙ্গে সংলাপ হবে কি না, জানালেন কাদের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসেছিল আওয়ামী লীগ। তবে এবার কোনো সংলাপ হবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১০ মে) দুপুরে রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, এবার কোনো সংলাপ হবে না। আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য কোনো আমন্ত্রণ জানানো হবে না। তাদেরকে নিজ দায়িত্বে নির্বাচনে আসতে হবে। তারা নির্বাচনে না এলে নিজেরাই ক্ষতির মুখে পড়বে।

অনুষ্ঠানে সেতুমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে পরিবহন খাতের যানবাহনকে নূন্যতম ৩০ শতাংশ ইলেকট্রিক মোটরযানে রুপান্তর করা হবে। আগামী নভেম্বরের মধ্যে বিআরটিসির বহরে ১০০টি ইলেকট্রিক বাস যুক্ত হচ্ছে। এরমধ্যে ৮০টি ঢাকায় এবং ২০টি চট্টগ্রাম মহানগরীতে চলবে।

এতে আরও বক্তব্য রাখেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, বিদুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান, বিশ্ব ব্যাংকের কো-অপারেশন ম্যানেজার দানদান চেন, ইউনিসক্যাপের পরিবহন বিভাগের অর্থনৈতিক সম্পর্কবিষয়ক বিভাগীয় প্রকৌশলী মাদান বি রেগমি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS