মেয়রের বাড়িতে হামলা, রামগতি পৌর ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

মেয়রের বাড়িতে হামলা, রামগতি পৌর ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

লক্ষ্মীপুরের রামগতিতে শাহজাদা প্রিন্স নামে এক ছাত্রদল নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মেজবাহ উদ্দিন আহমেদ মেজুর বাড়িতে হামলা-ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

প্রিন্স রামগতি পৌর ছাত্রদলের আহ্বায়ক ছিলেন।
পৌর মেয়র মেজু জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আকবর হোসেন মুন্না প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, কোথাও কোনো সহিংসতা ও প্রতিপক্ষকে আক্রমণ না করতে দল থেকে কঠোর নির্দেশনা রয়েছে।

নির্দেশনা অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। রামগতির প্রিন্স দলের নির্দেশনা অমান্য করেছেন। এজন্য জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন অভিযুক্ত প্রিন্সকে দল থেকে সাময়িক বহিস্কার করেছেন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, সহিংসতায় না জড়ানোর জন্য দলীয়ভাবে কঠোর নির্দেশনা রয়েছে। যারা নির্দেশনা অমান্য করছেন, তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS