দেশের চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সবর আছে তারকা অঙ্গন। সাধারণ মানুষের পাশাপাশি তারাও শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাচ্ছেন।সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার-হয়রানির ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন তারকারা।
প্রতিবাদের অংশ হিসেবে বেশ কয়েকটি ব্যান্ডদল ‘জয় বাংলা’ কনসার্টে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। এবার সেই দলে যুক্ত হলেন এভয়েডরাফা। দলটি এক ফেসবুক পোস্টে জানিয়েছে, ‘জয় বাংলা’ কনসার্টে আর অংশ নেবে না তারা।
ওই পোস্টে আরো জানানো হয়, ‘জয় বাংলা’ কনসার্ট আমাদের আনন্দের জায়গা, আমাদের মহান স্বাধীনতা এবং বিজয় উদযাপনের জায়গা। কিন্তু আহত হৃদয়, পরাজিত মন কিংবা ভেজা চোখ নিয়ে উদযাপন হয় না। করা যায় না। আমরাও পারছি না।
সঙ্গে যুক্ত করা হয়, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের স্বাধীনতার প্রতি সম্মান রেখে আমরা এভয়েডরাফা জয় বাংলা কনসার্ট থেকে আমাদের নাম প্রত্যাহার করছি।
এর আগে একই কনসার্টে অংশ নেবেন না বলে জানিয়েছে নেমেসিস, বাংলাফাইভের সিনা হাসান, ক্রিপটিক ফেইট, আরবোভাইরাস ও ‘পপাই বাংলাদেশ’।