কোটা আন্দোলনকারীদের আইনের প্রতি শ্রদ্ধা রাখার আহ্বান জানিয়েছেন খুলনা সিটি করপোরেনশন (কেসিস) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।
খুলনা সাংবাদিক ইউনিয়নসহ (কেইউজে) বিভিন্ন সাংবাদিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি তিনি এ আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে খুলনা প্রেস ক্লাবের সামনে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ মুঠো ফোনে মানববন্ধনে সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা প্রেস ক্লাব, স্বাধীনতা সাংবাদিক ফোরাম, টিভি রিপোর্টাস ইউনিটি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, মুক্তিযোদ্ধা সন্তানদের সংগঠনসহ বিভিন্ন ছাত্র ও যুব সংগঠন মানববন্ধনে সংহতি প্রকাশ করে।
মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তারা দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর নির্বিচারে হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একইসঙ্গে আন্দোলনের নামে যাতে দেশবিরোধী চক্রান্তকারীরা ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সর্তক থাকার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীরের পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান জামাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবীর, স. ম মাহবুবার রহমান, স্বাধীনতা সাংবাদিক ফোরাম খুলনার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, টিভি রিপোর্টাস ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মহানগর সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, খুলনা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউনিয়নের সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাংবাদিক নেতা শেখ আব্দুল হালিম, ওয়াহেদ-উজ-জামান বুলু, শামীম আশরাফ শেলী, বিমল সাহা, এসএম ফরিদ রানা, হাসানুর রহমান তানজীর, দিলীপ বর্মণ, এলিন হুসাইন অন্তর, দেবব্রত রায়, রনজিৎ দেবনাথ, তিতাস চক্রবর্তী, আলমগীর হান্নান, বাপ্পী খান, এসএম নূর হাসান জনি, আল মাহমুদ প্রিন্স, রিতা রানি দাস, তুফান গাইন, পলাশ চন্দ্র ঢালী, আতিয়ার রহমান তরফদার, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, তরুণ চক্রবর্তী বিষ্ণু, বীর মুক্তিযোদ্ধা সন্তান মো. বেনজীর হোসেন, জাহাঙ্গীর আলম রায়হান, শামসুন নাহার মেঘলা, আবু হারুনার রশীদ, শহিদুর রহমান শহীদ, ফকির গোলাম রসুল, মৌমিতা রায়, মোস্তাফিজুর রহমান, অমিত সাহা, ইমাম হোসেন সুমন, শেখ জুয়েল, মো. সাইফুল ইসলাম, আল-আমিন শিকদার, আল-আমিন শেখ, রাসেল দেওয়ান, সোহেল রানা, এশিয়ান টিভি’র খুলনা প্রতিনিধি বিএম রাকিব হাসান, এম রুমানিয়া, জাফর ইকবাল অপু, মো. নাইমুজ্জামান শরীফ, শেখ তৈয়েব আলী পর্বত প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ফারুক আহমেদ, মামুন রেজা, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, অমিয় কান্তি পাল, আবুল বাশার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, জেলা সৈনিক লীগের যুগ্ম-আহ্বায়ক তালুকদার শহিদুল ইসলাম, ছাত্রনেতা তানভীর রহমান আকাশ, চিশতি নাজমুল বাশার সম্রাট, বীর মুক্তিযোদ্ধা শেখ ওহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সন্তান লুৎফুন নাহার পলাশী, শিরিনা পারভীন।