হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ ডিএমপির

হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ ডিএমপির

সকালের ভারী বৃষ্টিপাতের কারণে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে যানচলাচল ব্যাহত হচ্ছে।এমন পরিস্থিতিতে রাজধানীবাসীকে হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের।

শুক্রবার (১২ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি এমনটি জানান।

ডিএমপি জানায়, তীব্র বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকা ডুবে গিয়ে রাস্তায় অনেক গাড়ি বিকল হয়েছে। এতে করে যানজটের সৃষ্টি হয়েছে। এ জন্য নগরবাসীকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

যেসব এলাকা ও সড়কে জলাবদ্ধতা 

ফকিরাপুল, নয়াপল্টন, বায়তুল মোকাররম, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগ, প্রগতি সরণি, নিউমার্কেট, ধানমন্ডি রাপা প্লাজা, বংশাল, মিরপুর রোকেয়া সরণি, দয়াগঞ্জ মোড়, সায়েদাবাদ বাস টার্মিনাল, নিমতলী, টয়েনবি সার্কেল রোড, ধানমন্ডি ২৭, এলিফ্যান্ট রোড, মৎস্যভবন, কারওয়ান বাজার, বিজয় সরণি, ঢাকা গেট ভিআইপি রোড ও মিরপুর মাজার রোড, মিরপুর কালশী রোড।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS