News Headline :
৩০০ আসনে সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেবে জামায়াতসহ সমমনা ৮ দল ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৫ জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধনের দাবি বন অধিদপ্তরের প্রকল্পে দুর্নীতিতে অভিযুক্তদের নামের তালিকা গোপন বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা সড়ক নিরাপত্তা বিষয়ক ‘বেস্ট ফেলো’ হলেন বাংলানিউজের রাজা ফেসবুকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ রেকর্ড গড়তে বিজয় দিবসে পতাকা হাতে স্কাইডাইভ দেবেন ৫৪ প্যারাট্রুপার লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ কর্মী পর্যায়ে প্রথম বৈদেশিক প্রশিক্ষণ
বিয়ে করেননি সজল, শুনেই যা বললেন অপু বিশ্বাস

বিয়ে করেননি সজল, শুনেই যা বললেন অপু বিশ্বাস

সম্প্রতি ঈদুল আজহাকে কেন্দ্র করে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস ও অভিনেতা আবদুন নূর সজল। অনুষ্ঠানে নিজেদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন তারা।

এ অনুষ্ঠানের মাধ্যমেই অপু বিশ্বাস জানতে পারেন, এখনো বিয়ে করেননি সজল। আর এতে হতবাক হন অপু বিশ্বাস। তিনি বলেন, ও, আপনি এখনো বিয়েই করেননি! জবাবে অভিনেতা বলেন, আল্লাহর রহমতে এখনো বিয়েটা হয়নি আমার।

এরপরই চিত্রনায়িকা অপু তার কাছে জানতে চান, প্রেমের সম্পর্কে রয়েছেন কিনা সজল? জবাবে তিনি বলেন, কে না থাকে সম্পর্কে? সবার জীবনেই সম্পর্ক থাকে। আসলে একটা সময় দিতে হবে তো।

এরপরই অপু বিশ্বাস বলেন, আমরা মা হয়ে যাচ্ছি, ছেলের বিয়ের কথা ভাবছি। তারপর সজল বলেন, কোনো সমস্যা নেই। তখন সবকিছু একসঙ্গে হবে।

এ সময় দু’জনের আলোচনার মাঝে সামাজিকমাধ্যমের নেতিবাচকের দিক উঠে আসে। এ ব্যাপারে অভিনেত্রী বলেন, আমি জানি আমি যা করছি তা সঠিক। এ জন্য যে যেভাবে ঘুরিয়ে-ফিরিয়ে তা বলুক না কেন, তাতে কোনো দুঃখ পাই না। এসব শুনে আমি কখনো অমার রুটিনের বাইরেও যাই না।

এছাড়াও অপু বিশ্বাস বলেন, অপু বিশ্বাস কাজ করছে কি করছে না, তা অপু বিশ্বাস নিজেও জানে। এমনকি কখন সিনেমার শুটিং করব, তাও ভালোভাবেই জানি। আমি তো আমার ট্র্যাকেই চলি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS