কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বিএনপিকে অভিনন্দন জানিয়ে শান্তির পক্ষে কাজ আহ্বান জানিয়েছেন।
সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে শুরু হয় ঈদুল আজহার নামাজ।
এতে আরও অংশ নেন কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা, ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারসহ সর্বস্তরের মুসল্লিরা।
নামাজ শেষে সাধারণ মানুষের সঙ্গে কোলাকুলি করেন হানিফ।
এ সময় তিনি বলেন, বিএনপি নতুন করে পুনর্গঠিত হয়েছে, তাদের আমরা অভিনন্দন জানাই। আশা করি, দেশের উন্নয়ন-অগ্রগতি ও শান্তির পক্ষে তারা কাজ করবে। অতীতের মতো সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থেকে দেশ গড়ার কাজে সরকারকে সহায়তা করবে।
বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এখানে মানুষের মতের পার্থক্য থাকলেও আমরা আশা করি, সবাই মিলেমিশে দেশের উন্নয়নে জন্য কাজ করবে, যোগ করেন হানিফ।