News Headline :
রাজশাহীতে বিক্ষোভ, নেতানিয়াহুর কুশপুতুলে আগুন জামালপুরে চেক প্রতারণার মামলায় বিএনপি নেতার কারাদণ্ড ফিলিস্তিন ইস্যুতে লুটপাট প্রতিবাদের ভাষা হতে পারে না: পররাষ্ট্র উপদেষ্টা রাশিয়ার ‘অ্যাটমস্কিলস চ্যাম্পিয়নশিপে’ ৫ বাংলাদেশি পুরস্কৃত গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা গাজা-রাফায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি যশোরের সাংবাদিকদের কুমিল্লায় কেএফসিতে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪ ট্রাম্পের ঘোষণার পর ক্রিপ্টোবাজারেও অস্থিরতা, কমেছে বিটকয়েনের দাম ভিয়েতনাম থেকে এলো ১২ হাজার ৭০০ টন আতপ চাল মুন্সিগঞ্জে দু-এক মাসের মধ্যে মেডিকেল কলেজের কাজ শুরু হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
কোথায় বসবে কৃতি-পুলকিতের বিয়ের আসর?

কোথায় বসবে কৃতি-পুলকিতের বিয়ের আসর?

দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করছেন বলিউডের তারকা জুটি পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা। কিছুদিন আগে গুঞ্জন চাউর হয়, বাগদান সম্পন্ন করেছেন তারা।সব গুঞ্জন পেছনে ফেলে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন পুলকিত-কৃতি।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আগামী ১৫ মার্চ সাকপাকে বাঁধা পড়বেন পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা। হরিয়ানার আইটিসি গ্র্যান্ড ভারতে বসবে বিয়ের আসর।

আরও জানা গেছে, বুধবার (১৩ মার্চ) থেকে শুরু হয়ে বিয়ের অনুষ্ঠান চলবে ১৬ মার্চ পর্যন্ত। বিয়েতে বর-কনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন।

পুলকিত-কৃতির জন্ম দিল্লিতে। তাদের আত্মীয়-স্বজন এনসিআর এলাকায় বসবাস করেন। আর এজন্য বিয়ের ভেন্যু হিসেবে এটিকে বেছে নিয়েছেন তারা।

একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেন, পুলকিত-কৃতি ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করেছেন। কারণ বিশেষ দিনটি পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চান। তাদের বিয়েতে বেশ কজন তারকা অতিথি থাকবেন। তারা হলেন ফারহান আখতার, শিবানি, জোয়া আখতার, আলী ফজল, রিচা চাড্ডা, লাভ রঞ্জন, রিতেশ সিধওয়ানি, মিকা সিং, বরুণ শর্মা।

২০১৪ সালে সালমান খানের রাখি বোন শ্বেতা রোহিরাকে বিয়ে করেন পুলকিত সম্রাট। কিন্তু বছর ঘুরতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। ২০১৯ সাল থেকে কৃতির সঙ্গে প্রেম করছেন তিনি। ‘বীরে কি ওয়েডিং’, ‘পাগলপান্তি’, ‘তাইশ’র মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন পুলকিত-কৃতি।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS