নরসিংদী রায়পুরায় উপজেলার মরজাল নিজ বাড়িতে সাবেক স্বামী খলিলুর রহমান খলিলের দেওয়া আগুনে চিকিৎসক লতা আক্তার (২৯) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ৯০ শতাংশ পোড়া নিয়ে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চিকিৎসক লতা।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন (আরএস) ডা. তরিকুল ইসলাম।
গত ২৫ ফেব্রুয়ারি নরসিংদী রায়পুরা লতাদের বাসায় প্রবেশ করে তার তালাকপ্রাপ্ত স্বামী খলিল লতার শরীরে আগুন ধরিয়ে দেয়। তার পরিবার থেকে এমন অভিযোগ করা হয়। প্রথমে দগ্ধ অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় চিকিৎসক লতাকে। পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।