‘উপজেলা নির্বাচনে না এলে বিএনপিকে ভুলের খেসারত দিতে হবে’

‘উপজেলা নির্বাচনে না এলে বিএনপিকে ভুলের খেসারত দিতে হবে’

উপজেলা নির্বাচনেও যদি বিএনপি না আসে তাহলে তাদের ভুলের খেসারত দিতে হবে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নিজ বাড়িতে মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাঙ্গালীভোজ শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচন আমরা সবার জন্য উন্মুক্ত রেখেছি। এবারের জাতীয় নির্বাচনেও নৌকা মার্কা ছিল। এর বাইরে যারা স্বতন্ত্র করতে চেয়েছেন তাদের অনুমতি দেওয়া হয়েছে।  

বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ২৮ তারিখে তারা যেভাবে পালিয়ে গেছেন, আবারও ওই রকম কিছু করতে গেলে তাদের পালাতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, মোরশেদ আলম, মোহাম্মদ আলী, মামুনুর রশীদ কিরন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান প্রমুখ।

এরআগে, মন্ত্রী দুপুরে নিজ বাড়িতে পৌঁছে জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মীদের নিয়ে মা-বাবার কবর জিয়ারত ও মোনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS