শবে বরাত পালনে মানতে হবে আরএমপির যেসব বিধিনিষেধ

শবে বরাত পালনে মানতে হবে আরএমপির যেসব বিধিনিষেধ

সারাদেশের মতো রাজশাহীতেও রোববার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে শবে বরাত পালন করা হবে। পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাতের পবিত্রতা রক্ষা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে তা পালনের লক্ষ্যে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার স্বাক্ষরিত এক আদেশে এসব বিধিনিষেধ জারি করা হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন (১৯৯২ এর ২৬ এর ‘ঢ’, ২৯ এর ১ এর ‘ক’ ও ২৯ এর ১ এর ‘খ’ ধারা) অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় আগামীকাল রোববার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে সব প্রকার অস্ত্রশস্ত্র বহন, আতশবাজি, পটকা ফুটানো, বিস্ফোরকদ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে সারারাত অনুমোদিত মদপানের বারগুলো বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। কেউ বিধিনিষেধ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS