মনোহরদীতে পাওয়ার গ্রিডের সম্ভাব্য স্থান পরিদর্শনে শিল্পমন্ত্রী

মনোহরদীতে পাওয়ার গ্রিডের সম্ভাব্য স্থান পরিদর্শনে শিল্পমন্ত্রী

নরসিংদীর মনোহরদীতে পাওয়ার গ্রিড স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শহরের মাঝিপাড়ায় ও হাররদিয়া এলাকায় পাওয়ার গ্রিড স্থাপনের স্থান পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন- পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক এ কে এম গাউছ মহীউদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক আবদুর রশিদ খান, প্রধান প্রকৌশলী সরদার মোহাম্মদ জাফরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর,  স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ইশরাত জাহান তামান্নাসহ প্রমুখ।

এসময় শিল্পমন্ত্রী বলেন, এক সময় বিদ্যুতের সংকট জনগণের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। এখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে, এখন মানুষ ২৪ ঘণ্টা বিদ্যুতের সরবরাহ পাচ্ছেন। সরকার সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে কাজ করছে। মনোহরদীতে পাওয়ার গ্রিড স্থাপন হলে এই উপজেলার মানুষের পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলার মানুষও উপকৃত হবে। তিনি দ্রুত সময়ের মধ্যে পাওয়ার গ্রিড স্থাপনে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS