ভিক্টোরিয়া আজারেঙ্কার পর আরিনা সাবালেঙ্কা; গত ১০ বছরে অস্ট্রেলিয়ার ওপেনের রানি হয়ে মুকুট ধরে রাখতে পারেননি কেউই। সেই খরা কাটল আরিনা সাবালেঙ্কার হাত ধরে।গতবারের মতো এবারও অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন এই বেলারুশ কন্যা। নারী এককের ফাইনালে ৭৬ মিনিটের লড়াইয়ে চীনের জেং কিনওয়েনকে ৬-৩, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম জিতে নেন তিনি।
আসরের শুরু থেকেই দাপুটে ফর্ম ধরে রাখেন সাবালেঙ্কা। প্রথম রাউন্ড থেকে ফাইনাল- কোনো সেট না হেরেই এই পথ পাড়ি দেন তিনি। ২০০০ সালের পর কোনো সেট না হেরে এনিয়ে পাঁচজন খেলোয়াড় গ্র্যান্ডস্ল্যাম জিতলেন। তাতেই বোঝা যায়, আসরজুড়ে প্রতিপক্ষের ওপর কতটা চড়াও ছিলেন বেলারুশ কন্যা।
অস্ট্রেলিয়ান ওপেনে শেষবার ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছিলেন আজারেঙ্কা। ২০১২ ও ২০১৩ সালে শিরোপা জেতেন তিনি। ১১ বছর পর এই কীর্তিতে নাম লেখালেন তারই স্বদেশি সাবালেঙ্কা।
অন্যদিকে জেং ছিলেন তার প্রথম গ্র্যান্ডস্ল্যামের অপেক্ষায়। ১০ বছর আগে এখানেই শিরোপা জেতেন তার স্বদেশি খেলোয়াড় লি না। কিন্তু সাবালেঙ্কার দাপটের কাছে টিকতেই পারলেন না জেং। তাকে সান্ত্বনা দিয়ে সাবালেঙ্কা বলেন, ‘এই তরুণ বয়সে (২১) তুমি অবিশ্বাস্য এক খেলোয়াড়। আমি জানি ফাইনাল হারাটা হতাশার, তবে এখানে তুমিও সফল হবে। ‘