বসুন্ধরার কম্বল পেল হাওর অঞ্চলের পাঁচ শতাধিক শীতার্ত

বসুন্ধরার কম্বল পেল হাওর অঞ্চলের পাঁচ শতাধিক শীতার্ত

দ্বীপের মতো ছোট ছোট গ্রাম, চারপাশে হাওর। এসব গ্রামের অসহায় পরিবারের সদস্যের তিন বেলা খাবার জোগাড় করাই কঠিন।এরইমধ্যে বেড়েছে শীতের দাপট।  

বেশি শীতে সেখানে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। তবে তাদের পাশে দাঁড়িয়েছে  দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।

বসুন্ধরা গ্রুপের সহায়তায় জেলার মধ্যনগর উপজেলার হাওর পাড়ের অসহায় পাঁচ শতাধিক পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।  

শনিবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করা হয়েছে।

কম্বল নিতে আসা মধ্যনগর সদর ইউনিয়নের করোয়াজান গ্রামের মনতাজ উদ্দিন (৭৫) বলেন, এবার শীতের মধ্যে খুব কষ্টের মধ্যে আছিলাম (ছিলাম)। কেউই একটা কম্বল দেয়নি। আমরা গরীব মানুষ টেকার (অর্থের) অভাবে কম্বল কিনতাম (কিনতে) পারি নাই। আজ কম্বল পেয়ে আমাদের অনেক উপকার হইছে (হল)। আমরা অনেক খুশি। বসুন্ধরা গ্রুপের মালিককে আল্লাহ যেন সুখে-শান্তিতে রাখে, দোয়া করি।

একই কথা বলেন মাছুয়া কান্দা গ্রামের আব্দুর রাজ্জাক (৬৪), তেলী পাড়া গ্রামের নায়েব আলী (৯০) ও একই ইউনিয়নের খলাহাটি গ্রামের মমতা বর্মন (৮০),লাবন্য সরকার (৯০), প্রমদা বর্মনরাও (৮৫)। তারা বলেন, জীবনের এ প্রথম শীতে কেউ কম্বল দিল। শীতে কম্বল পেয়ে একটু আরামে ঘুমাতে পারমু।  

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের সিনিয়র সহ-সম্পাদক ও শুভসংঘ পরিচালক জাকারিয়া জামান, মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার, তাহিরপুর উপজেলা শুভসংঘের উপদেষ্টা গোলাম সারোয়ার লিটন, সাংবাদিক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার মধ্যনগর প্রতিনিধি আল আমিন সালমান, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার প্রমুখ।

জাকারিয়া জামান জানান, তাহিরপুর উপজেলায় আড়াই হাজার কম্বল বিতরণ করা হবে। শনিবার উদ্বোধন করা হয়েছে। দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অর্থায়নে হাওরপাড়ের অসহায় পরিবারের সদস্যদের হাতে শীতবস্ত্র পর্যায়ক্রমে বসুন্ধরা শুভসংঘ তুলে দেবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS