বড় চমক নিয়ে আসছেন কঙ্গনা

বড় চমক নিয়ে আসছেন কঙ্গনা

একদিকে নানা বিতর্কিত মন্তব্য করে চর্চায় উঠে আসেন বলিউড নায়িকা কঙ্গনা রনৌত। আবার নানা ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেও সবাইকে চমকে দেন তিনি। সম্প্রতি ‘ইমার্জেন্সি’ ছবির প্রথম ঝলকে তাঁকে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বেশে দেখে সবাই চমকে গিয়েছিলেন। আজকের নতুন খবর, আবার এক নতুন চমক দিতে প্রস্তুতি নিচ্ছেন কঙ্গনা। আর তার জন্য তিনি হাত মিলিয়েছেন খ্যাতনামা চিত্র নির্মাতা সন্দীপ সিংয়ের সঙ্গে।

কঙ্গনা এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘ইমার্জেন্সি’র শুটিংয়ে। এই ছবিতে তাঁকে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে। এই ছবিতে তিনি শুধু অভিনয়ই করছেন না। অভিনয়ের পাশাপাশি কঙ্গনা প্রযোজনা ও পরিচালনাও করছেন। এই ব্যস্ততার মধ্যে এক নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন তিনি। তাঁর এই ছবি মেগা বাজেটের হতে চলেছে। কঙ্গনা এই ছবির মাধ্যমে কোনো ঐতিহাসিক চরিত্রকে পর্দায় ‘জীবন্ত’ করতে চলেছেন। এখন পর্যন্ত এই ছবির নাম বা বিস্তারিত কিছু প্রকাশ্যে আসেনি।

এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে শিগগিরই কঙ্গনা অভিনীত ছবির নাম আর পরিচালকের নাম ঘোষণা করা হবে। আর আগামী বছরের শুরুতে ছবিটির শুটিং শুরু হবে। কঙ্গনা আজ এক বিবৃতিতে সন্দীপ সিংয়ের সঙ্গে তাঁর এই ছবির প্রসঙ্গে বলেন, ‘আমি আর সন্দীপ ১৩ বছরের বেশি সময় ধরে বন্ধু। আর দীর্ঘ সময় ধরে আমরা একসঙ্গে একটা ছবি করতে চেয়েছি। অবশেষে আমরা সঠিক বিষয়ের ওপর একটা ছবি হাতে পেয়েছি। আর তাই আমরা তাড়াতাড়ি ছবিটিকে মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ছবি আর দুর্ধর্ষ এক চরিত্র হতে চলেছে। ছবিটি সম্পর্কে আরও তথ্য শিগগিরই ঘোষণা করা হবে।’

এদিকে তরুণ নির্মাতা সন্দীপ সিং এই প্রকল্প আর কঙ্গনা সম্পর্কে বলেন, ‘কঙ্গনা রনৌতের মতো জাতীয় পুরস্কারজয়ী আর পদ্মশ্রী সম্মানে ভূষিত অভিনেত্রীর সঙ্গে কাজ করা যেকোনো চিত্র নির্মাতার কাছে একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। আমি এক দশকের বেশি সময় ধরে তাঁর সঙ্গে কাজ করার জন্য অধীর অপেক্ষায় আছি। অবশেষে এই ছবির মাধ্যমে সব অপেক্ষার অবসান হতে চলেছে।’

তিনি আরও বলেন, ‘এর আগে কঙ্গনাকে আমি যেসব ছবির প্রস্তাব দিয়েছিলাম, সেসব ছবি তাঁর যোগ্যতা অনুযায়ী মানানসই ছিল না। আর তাই তাঁর যোগ্য ছবির অপেক্ষায় ছিলাম। আর সত্যি বলতে, কঙ্গনার মতো তুখোড় অভিনেত্রীর কথা মাথায় রেখে ভালো চিত্রনাট্য পাওয়া ছিল কঠিন কাজ। অবশেষে আমি এমন একটা চিত্রনাট্য পেলাম, যার সঙ্গে শুধু কঙ্গনাই সুবিচার করতে পারবেন। চিত্রনাট্যটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তাঁর সঙ্গে যোগাযোগ করি। তবে এবার আর কঙ্গনা না বলতে পারেননি। এই ছবি আর তাঁর অভিনীত চরিত্র অত্যন্ত স্মরণীয় আর সম্মানিত হতে চলেছে। আমি নিশ্চিত যে সারা বিশ্বের প্রত্যেক ভারতীয় ছবিটাকে উজাড় করে ভালোবাসা দেবেন। আমি কঙ্গনার কাছে সত্যি কৃতজ্ঞ যে তিনি আমাদের বন্ধুত্বটাকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছেন।’

সন্দীপ সিং ‘রাউডি রাঠোর’, ‘মেরি কম’, ‘রামলীলা’, ‘আলিগড়’, ‘সরবজিত’, ‘ভূমি’, ‘ঝুন্ড’-এর মতো ছবি নির্মাণ করে জনপ্রিয়তা পেয়েছেন। এদিকে কঙ্গনা প্রযোজিত ছবি ‘টিকু ওয়েডস শেরু’ সম্প্রতি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে। এই ছবির দুই মূল তারকা হলেন নওয়াজুদ্দিন সিদ্দিকী আর নবাগত নায়িকা অবনীত কাউর। কঙ্গনা অভিনীত ছবি ‘ইমার্জেন্সি’ ছাড়া ‘তেজস’ খুব শিগগির মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS