দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের অন্তর্গত দুই উপজেলায় বিএনপির ৯ জন নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে। জোটের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর কারণে তাদের বহিস্কার করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক মাসুক আহমদ ও সদস্য রিপন আহমদ এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
একই অভিযোগে কানাইঘাট উপজেলা ও ইউনিয়ন বিএনপির আরও ৫ নেতা বহিস্কার হয়েছেন। তারা হলেন—উপজেলা বিএনপির সহসভাপতি ওয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ, কোষাধ্যক্ষ আবুল বাশার, উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হোসেন নিমা।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এবং দলকে সুসংগঠিত রাখতে এ ধরনের ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সিলেট-৫ আসনে বিএনপি জোট থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা উবায়দুল্লাহ ফারুককে (খেজুর গাছ) প্রার্থী দেওয়া হয়েছে।এ আসনে জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। নেতাকর্মীদের অনেকে জোটের প্রার্থী হিসেবে মাওলানা উবায়দুল্লাহ ফারুকের পক্ষে কাজ করলেও, বেশিরভাগ নেতাকর্মী মামুনুর রশিদের হয়ে কাজ করছেন। জোটের পক্ষে কাজ করার অভিযোগের প্রেক্ষিতে তাদের বহিস্কার করা হয়েছে, জানায় দলীয় সূত্র।