তিন দলের প্রধানের অপেক্ষায় বরিশালবাসী

তিন দলের প্রধানের অপেক্ষায় বরিশালবাসী

দীর্ঘ ২০ বছর পর বরিশালে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ৪ ফেব্রুয়ারি নির্বাচনী সফরে বরিশালে আসার মধ্য দিয়ে তিনি দক্ষিণাঞ্চলের মাটি স্পর্শ করতে যাচ্ছেন। তার আগমন ঘিরে এরইমধ্যে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের হাওয়া বইছে। সেই সঙ্গে নেতাকর্মীদের মধ্যে উৎসবের উম্মাদনা বইতে শুরু করেছে।

এদিকে বিএনপির দলীয় এই প্রধানের সফরের ঠিক এক দিন পর, ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। যদিও এর আগে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির (চরমোনাই পীর) সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিন দলের তিন প্রধানের আগমন ঘিরে বরিশালে এখন স্ব-স্ব রাজনৈতিক দলের নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন। 

দলীয় সূত্রগুলো বলেছে, ৪ ফেব্রুয়ারি বরিশালের ঐতিহ্যবাহী বেলস পার্ক মাঠে বিভাগীয় জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান।সবশেষ তিনি ২০০৬ সালে বরিশালে এসেছিলেন। এদিকে জামায়াত আমির ৬ ফেব্রুয়ারি বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ৫ ফেব্রুয়ারি বরিশাল নগরের হেমায়েত উদ্দিন ঈদগা ময়দানে জনসভা করবেন। 

বিএনপির চেয়ারম্যানের বরিশাল আগমন প্রসঙ্গে গত বৃহস্পতিবার রাতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরীন জানান, দলীয় চেয়ারম্যান ৪ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় বরিশালে আসবেন।

বেলস পার্কে তিনি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 

বিলকিস জাহান বলেন, ‘বিমানে নেতা আসবেন। আমরা তাকে বরণে প্রস্তুত রয়েছি।’ 

মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন শিকদার বলেন, সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাদের ধারণা তারেক রহমানের জনসমাবেশ বেলস পার্ক ছাপিয়ে যাবে।বরিশাল বিএনপির ঘাঁটি। কাজেই ২০ বছর পর নেতাকে দেখতে লাখ লাখ মানুষের সমাগম হবে। 

এদিকে ৬ ফেব্রুয়ারি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মেহেন্দীগঞ্জ সফর নিয়েও ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। এই সমাবেশে দুই লাখের বেশি মানুষের সমাগম ঘটানোর লক্ষ্য জামায়াতের। 

জামায়াতের বরিশাল জেলার নায়েবে আমির ড. মাহফুজুর রহমান বলেন, আমির ডা. শফিকুর রহমান সকাল ৯টার পর মেহেন্দীগঞ্জের আরসি কলেজ মাঠে ভাষণ দেবেন। তিনি হেলিকপ্টারে সেখানে আসবেন। তার নির্বাচনী জনসভায় দুই লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের ৫ ফেব্রুয়ারির সমাবেশ প্রসঙ্গে দলটির মহানগর সহকারী সেক্রেটারি এবং বরিশাল-৫ আসনের দলীয় প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেলের আহ্বায়ক নাসির উদ্দিন নাইস বলেন, আমিরের বরিশালের জনসভার প্রধান টার্গেট সদর আসন। কারণ এটি তার বাড়ি। এই আসনে জয়লাভ করতে তারা সর্বশক্তি প্রদর্শন করবেন। এ জন্য বরিশাল-৫ আসনে প্রার্থী হয়েছেন আমিরের ভাই সৈয়দ ফয়জুল করীম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS