রাজধানীতে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর বিভিন্ন থানায় পৃথক অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর কোতোয়ালি, লালবাগ, ডেমরা, সূত্রাপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, হাজারীবাগ, বাড্ডা, যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর ও শাহবাগ থানা এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়।
থানাভিত্তিক গ্রেপ্তারের সংখ্যা অনুযায়ী, কোতোয়ালি থানা থেকে ১ জন, লালবাগ থেকে ২ জন, ডেমরা থেকে ১ জন, সূত্রাপুর থেকে ১ জন, মোহাম্মদপুর থেকে ১ জন, খিলগাঁও থেকে ৪ জন, হাজারীবাগ থেকে ৩ জন, বাড্ডা থেকে ১ জন, যাত্রাবাড়ী থেকে ৪ জন, শেরেবাংলা নগর থেকে ৩ জন এবং শাহবাগ থানা এলাকা থেকে সর্বোচ্চ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
ডিসি তালেবুর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপারেশন ডেভিল হান্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।