অতীতে গণভোটে সরকার এক পক্ষে ছিল

অতীতে গণভোটে সরকার এক পক্ষে ছিল

অতীতে বাংলাদেশে অনুষ্ঠিত সব গণভোটেই সরকার এক পক্ষ নিয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, গণভোটের মাধ্যমে কোনো নতুন সরকার গঠিত হয় না।

রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে গতকাল প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সারা দেশে সরকারের সরাসরি প্রচার চালানো নিয়ে তিনি বলেন, ‘অন্তর্র্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সংস্কার, বিচার, নির্বাচন এ তিনটি অগ্রাধিকারের কথা বলে আসছে।

সরকারের উদ্যোগে জাতীয় ঐকমত্য কমিশন গঠন, জুলাই চার্টার প্রণয়নসহ বিভিন্ন সংস্কারের পক্ষে অ্যাডভোকেসি চলছে। গণ অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা হচ্ছে সংস্কার। আর এখন আমরা সংস্কারের পক্ষেই কথা বলছি। সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছি।’ 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS