ঢাকার ৪ থানায় অভিযানে গ্রেপ্তার ৪৯

ঢাকার ৪ থানায় অভিযানে গ্রেপ্তার ৪৯

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৯ (ঊনপঞ্চাশ) জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুগদা, যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর ও রূপনগর থানা পুলিশ। এর মধ্যে মুগদা থানা ১৮ জন, যাত্রাবাড়ী থানা ১৩ জন, শেরেবাংলা নগর থানা চারজন ও রূপনগর থানা ১৪ জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার  (ডিসি মিডিয়া) তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মুগদা থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১৮ জনকে গ্রেপ্তার করে।গ্রেপ্তাররা হলেন- ১। মো. মানিক (৩২) ২। মো. ওসমান (২৪) ৩। মো. আল আমিন হোসেন ওরফে ফারহান (৩২) ৪।মো. রফিকুল ইসলাম শাওন (২৩) ৫। মো. হৃদয় (২০) ৬। মো. মেহেদী হাসান (২০) ৭। মো. হেলাল উদ্দিন শুভ (২০) ৮।

মো. স্বপন (১৯) ৯। মো. শামীম (১৯) ১০। মো. গোলাম রাব্বি (২৪) ১১। চাল্লি রানা (৩২) ১২। মো. আবির হোসেন (২২) ১৩।মো. নাসির (৩০) ১৪। মো. নাজমুল হোসেন (২৫) ১৫। মো. উসমান গনি (৪৪) ১৬। মো. জনসন মিয়া (৪২) ১৭। মো. মিন্টু মিয়া (৫৫) ও ১৮। নাজিম উদ্দিন নাজু (৪১)।

যাত্রাবাড়ী থানা পুলি বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন-১। মো. শিশির মিয়া (২২) ২। মো. রাজিব মিয়া (৩০) ৩। মো. জামাল মাতবর ওরফে তুহিন (২৬) ৪। মো. শরীফ (২৮) ৫। মো. শাহীন (৩৮) ৬। শাফি (২৫) ৭। জয় (২৫) ৮। মো. রাসেল মিয়া (২৭) ৯। মো. রাকিব (২৬) ১০। মো. মনিরুল ইসলাম রাব্বী (২৮) ১১। মো. সুমন (২৮) ১২। মো. রিপন হোসেন (৪৫) ও ১৩। মো. আলী হোসেন (১৯)।

শেরেবাংলা নগর  থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন-১। মো. শাহজাহান (২৩) ২। মো. শেখ মোরশেদ (২৭) ৩। মো. তুহিন ওরফে মরন ইসলাম (২৪) ও ৪। মো. তানভীর হোসেন (১৮)।

রূপনগর থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন- ১। বাধন (২৮) ২। মো. মাজহারুল ইসলাম (৩৯) ৩। মো. ফিরোজ দেওয়ান (২৮) ৪। মো. শাহীন (২৮) ৫। মো. আরিফ জমাদ্দার (২৩) ৬। মোঃ হারুন সোয়েল (৪৫) ৭। মো. বিল্লাল হোসেন (৩০) ৮। মো. কাজল জমাদ্দার (৩৫) ৯। মো. ইসমাইল (৪৫) ১০। মো. মোতালেব হাওলাদার (৫০) ১১। মোঃ সবুজ (২৮) ১২। মো. আব্বাস আলী (৩৮) ১৩। মৃন্ময় (২২) ও ১৪। নুর ইসলাম (৩৫)।

গ্রেপ্তার সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS