রাজধানীর জিগাতলায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ছেলের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পরিবারসহ সবাই ছিলেন আফতাবনগরের সিরাজ কমিউনিটি সেন্টারে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টা ৩৬ মিনিটে জিগাতলা নতুন রাস্তার ৪২/৬ নম্বর ভবনের তিনতলায় আগুন লাগে।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি জানান, জিগাতলায় চারতলা একটি আবাসিক ভবনের তিনতলায় আগুন লাগার খবর পেয়ে হাজারীবাগ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভুক্তভোগী বাড়ির মালিক আজাদ খান (৬৫) সপরিবারে তার ছেলে তৌফিস খানের (২৭) বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে আফতাবনগরের সিরাজ কমিউনিটি সেন্টারে ছিলেন। পরিবারের মোট পাঁচজন সদস্য অনুষ্ঠানে উপস্থিত থাকায় ওই সময় বাড়িতে কেউ ছিলেন না। এ কারণে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনের কারণ হিসেবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে দায়ী করা হয়েছে।
ভুক্তভোগী আজাদ খান বাংলানিউজকে বলেন, আগুন ফ্রিজ থেকেই লেগেছে। আমার ছেলের বৌ আনতে আমরা সবাই আফতাবনগরে গিয়েছিলাম। দুপুর ১২টার দিকে আমি যাই, পরে বাকিরাও আসে।
এরপর আগুন লাগার খবর শুনে আমি দ্রুত ছুটে আসি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কেউ হতাহত না হলেও অগ্নিকাণ্ডে ঘরের ফ্রিজসহ কয়েকটি আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।