যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ বলে নিন্দা উত্তর কোরিয়ার

যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ বলে নিন্দা উত্তর কোরিয়ার

যুক্তরাষ্ট্রকে নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। সোমবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ বলে আখ্যায়িত করে দেশটি জানায়, ওয়াশিংটনের কর্মকাণ্ড জাতিসংঘের মর্যাদা ক্ষুণ্ন করছে এবং তা একটি ঘৃণ্য অপরাধের শামিল।

পিয়ংইয়ংয়ের জাতিসংঘ মিশনের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, জাতিসংঘে আলোচনার মূল বিষয় হওয়া উচিত যুক্তরাষ্ট্রের এসব কর্মকাণ্ড, অন্য দেশগুলোর বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা আরোপ নয়। উত্তর কোরিয়ার মতে, যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ জাতিসংঘকে অবজ্ঞা করার সামিল।

তবে বিবৃতিতে কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ করা হয়নি। বিশ্লেষকদের ধারণা, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করার ঘটনায় যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মহলে যে সমালোচনার মুখে পড়েছে, তার প্রেক্ষাপটেই এই প্রতিক্রিয়া জানিয়েছে পিয়ংইয়ং। অনেকেই এ ঘটনায় উত্তর কোরিয়ার উদ্বেগ ও বিরূপ অবস্থানের প্রতিফলন দেখছেন।

উল্লেখ্য, উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এবং আন্তর্জাতিক চাপ ও নিন্দার মুখে রয়েছে।

সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS