নারায়ণগঞ্জে নতুন ফায়ার স্টেশন উদ্বোধন

নারায়ণগঞ্জে নতুন ফায়ার স্টেশন উদ্বোধন

নারায়ণগঞ্জের শিবু মার্কেট মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের শুভ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। এ নিয়ে সারাদেশে সর্বমোট ফায়ার স্টেশন ৫৩৮টি। এদের মধ্যে ঢাকা মহানগরে আছে ১৮টি।

শনিবার (১০ জানুয়ারি) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জের শিবু মার্কেটে নবনির্মিত এই মডার্ন ফায়ার স্টেশনটির শুভ উদ্বোধন করেন তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিরা স্টেশন উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন।

অভিবাদন গ্রহণ করার পর সিনিয়র সচিব শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন ফলক উন্মোচন করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়। এরপর তিনি স্টেশন প্রাঙ্গণে একটি আম্রপালির বৃক্ষ রোপণ করেন।

আলোচনার শুরুতেই নারায়ণগঞ্জের জেলা প্রশাসক স্বাগত বক্তব্য প্রদান করেন এবং বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের কাজের প্রশংসা করেন। এরপর অধিদপ্তরের মহাপরিচালক তার বক্তব্যে ফায়ার সার্ভিসের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় সবার সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে কিশোর বয়সে ফায়ার সার্ভিস হতে প্রশিক্ষণ নেওয়ার স্মৃতিচারণা করে নিজেকে ফায়ার সার্ভিসের তৎকালীন ভলান্টিয়ার হিসেবে তুলে ধরেন। তিনি ফায়ার স্টেশন উদ্বোধন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি ভবিষ্যতের ঝুঁকি ও ভূমিকম্প মোকাবিলায় ভলান্টিয়ারের সংখ্যা বাড়ানোর জন্য পরামর্শ দেন। জনগণকে সচেতন করার জন্য প্রচারণা কার্যক্রম বাড়ানোর লক্ষ্যে তিনি মিডিয়া উইংকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। জনগণের সেবায় সবসময় নিজেদের অবস্থান সমুন্নত রাখার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানা যায়, নতুন ফায়ার স্টেশন উদ্বোধনের সঙ্গে সঙ্গে সারাদেশে ফায়ার স্টেশনের সর্বমোট এর সংখ্যা দাঁড়ালো ৫৩৮টি। এর মধ্যে ঢাকা মহানগরী আছে ১৮টি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS