শ্রীলঙ্কা বিকল্প ভেন্যু না হলে বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ

শ্রীলঙ্কা বিকল্প ভেন্যু না হলে বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড পরিচালক আসিফ আকবর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা নির্ধারণ করা হয়েছে এবং আইসিসি যদি এই প্রস্তাবে সম্মতি না দেয়, তাহলে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে না।

ক্রিকফ্রেঞ্জিকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে আসিফ আকবর বলেন, আইন, ক্রীড়া, পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের পূর্ণ সমর্থন নিয়েই বিসিবি এই অবস্থান নিয়েছে। খেলোয়াড়, মিডিয়া এবং দর্শকদের নিরাপত্তাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার।

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলা প্রসঙ্গে তিনি বলেন, বিসিবি ইতোমধ্যে চূড়ান্তভাবে তার এনওসি বাতিল করেছে এবং এ বিষয়ে নতুন করে বিসিসিআইয়ের কোনো আনুষ্ঠানিক যোগাযোগ বোর্ড পায়নি। ভারতীয় গণমাধ্যমে যে গুঞ্জন ছড়িয়েছে, তা শুধুই মিডিয়াকেন্দ্রিক বলেও দাবি করেন তিনি।

বিশ্বকাপে না খেললে বিসিবি নিষিদ্ধ হবে বা রাজস্ব হারাবে এমন আলোচনাকে ‘ভিত্তিহীন ভয়’ হিসেবে উল্লেখ করেন আসিফ আকবর।তার মতে, একটি টুর্নামেন্ট না খেললে বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে এমন ধারণা বাস্তবসম্মত নয়। বাংলাদেশের বিপুল দর্শকসংখ্যা ক্রিকেটের বৈশ্বিক বাজারে বড় ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বোর্ড পরিচালক বলেন, সেখানে ভিসা জটিলতা, নিরাপত্তা ঝুঁকি এবং অনিশ্চয়তা রয়েছে। এমন অবস্থায় খেলোয়াড়, কর্মকর্তা ও মিডিয়াকর্মীদের নিরাপত্তার দায়িত্ব নেওয়া সম্ভব নয়।

তাই শ্রীলঙ্কাকে নিরাপদ বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে।

আইসিসির পাঠানো চিঠি নিয়েও কথা বলেন আসিফ আকবর। তিনি জানান, আইসিসি সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিলেও বিসিবির কাছে তা যথেষ্ট মনে হয়নি। ফলে আরও স্পষ্টভাবে নিজেদের অবস্থান জানিয়ে আইসিসিকে নতুন করে চিঠি পাঠানো হয়েছে।

সবশেষে তিনি বলেন, এই সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই।আইসিসি যদি ভারতে খেলতেই চাপ দেয়, তাহলে বাংলাদেশ অংশ নেবে না। তবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হলে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে। বোর্ডের অবস্থান ‘বোল্ড অ্যান্ড ক্লিয়ার’ বলেই উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS