জার্মানিতে ভয়াবহ শীতঝড় ‘এলি’ আঘাত হানতে শুরু করেছে। দেশটির আবহাওয়া বিভাগ সতর্ক করে বলেছে, শুক্রবার (৯ জানুয়ারি) রাত থেকে ঝড়টি আরও ভয়ংকর পরিস্থিতি তৈরি করতে পারে। ভারী তুষারপাত, ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে দেশজুড়ে জনজীবন ইতোমধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে। এরই মধ্যে বহু এলাকায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, ব্যাহত হচ্ছে রেল ও সড়ক যোগাযোগ, স্থগিত হয়েছে ময়লা আবর্জনা সংগ্রহ।
জার্মান আবহাওয়া দপ্তর (ডিডব্লিউডি) জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তুষারঝড় ‘এলি’র প্রভাব পড়তে শুরু করেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তুষারপাতের পর বৃষ্টি শুরু হয়েছে, ফলে রাস্তা পিচ্ছিল হয়ে উঠেছে। মধ্যাঞ্চলে কোথাও কোথাও আজ ও আগামীকাল শনিবার (১০ জানুয়ারি) ১৫ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমতে পারে। উত্তরাঞ্চলে আপাতত পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও শুক্রবার রাত থেকে সেখানে তুষারপাত বাড়ার আশঙ্কা রয়েছে।
ডিডব্লিউডি আরও জানিয়েছে, এবার ভয়ংকর পরিস্থিতি হতে যাচ্ছে। উত্তর সাগর থেকে পূর্ব জার্মানি পর্যন্ত বিস্তৃত এলাকায় ১০ থেকে ২০ সেন্টিমিটার নতুন তুষারপাত হতে পারে। দেশটির উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় সর্বোচ্চ মাত্রার (চার স্তরের মধ্যে তিন) দুর্যোগ সতর্কতা জারি করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ পরিস্থিতি, ঘরে থাকার আহ্বান
জার্মান আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝোড়ো হাওয়ার কারণে তুষার সরে গিয়ে বরফের স্তূপ তৈরি হতে পারে, যা যান চলাচলকে বিপজ্জনক করে তুলতে পারে।
বিশেষ করে বনাঞ্চলে হাঁটাচলা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ অতিরিক্ত তুষারের ভারে গাছের ডাল ভেঙে পড়তে পারে। হামবুর্গসহ উত্তর জার্মানির বিভিন্ন শহরে এস-বান, ইউ-বান ও বাস কিছু সময় পর পর চলছে। আঞ্চলিক ও দূরপাল্লার বহু ট্রেন বাতিল করা হয়েছে। হামবুর্গ থেকে কিল, রোস্টক, কোপেনহেগেন, হ্যানোভার ও রুর অঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ আংশিকভাবে বন্ধ রয়েছে। বার্লিন–ভলফসবুর্গ এবং কোলন–ফ্রাঙ্কফুর্ট রুটে ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়েছে।জার্মান রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে রোববার পর্যন্ত আগাম কাটা দূরপাল্লার ট্রেনের টিকিটে যাত্রার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। যাত্রীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।
সড়ক দুর্ঘটনায় প্রাণহানি
পিচ্ছিল সড়কে ইতোমধ্যে একাধিক দুর্ঘটনা ঘটেছে। নিডারজ্যাক্সেনে এক গাড়িচালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মারা যান। বাডেন-ভুর্টেমবার্গে বরফ পরিষ্কারের গাড়ির চাপায় প্রাণ হারান ৮৬ বছর বয়সী এক ব্যক্তি। এছাড়া হামবুর্গ, ব্রেমেন, শ্লেসভিগ-হলস্টাইন ও নিডারজ্যাক্সেনের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার স্কুলে সরাসরি পাঠদান বন্ধ রাখা হয়েছে। বার্লিন, ব্রান্ডেনবুর্গ ও মেকলেনবুর্গ–ভোরপোমার্নে অভিভাবকদের ইচ্ছায় সন্তানদের বাড়িতে রাখার সুযোগ দেওয়া হয়েছে। এমনকি নিডারজ্যাক্সেন ও হামবুর্গের বহু এলাকায় ময়লা আবর্জনা সংগ্রহ বন্ধ রয়েছে। পিচ্ছিল সড়কের কারণে পরিষ্কার-পরিচ্ছন্নতার যানবাহন চলাচল করতে পারছে না।