বিরতি ভেঙে ফিরছেন অপূর্ব-বিন্দু জুটি!

বিরতি ভেঙে ফিরছেন অপূর্ব-বিন্দু জুটি!

ছোট পর্দার সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব ও লাস্যময়ী আফসানা আরা বিন্দু। এই জুটি একসময় টিভি নাটকের দর্শকদের ভীষণভাবে মুগ্ধ করেছেন। তবে বহুদিন ধরে পর্দায় একসঙ্গে দেখা যায়নি এ জুটিকে।

অবশেষে বিরতি ভেঙে ফিরছেন অপূর্ব-বিন্দু।

তবে কোনো নাটকে নয়, তাদের দেখা যাবে নতুন একটি ওয়েব সিরিজে। নাম ‘হেডলাইন’।

এ বিষয়ে জানা গেছে, ‘তাকদীর’ ও ‘কারাগার’খ্যাত পরিচালক সৈয়দ আহমেদ শাওকী সিরিজটির চিত্রনাট্য রচনা করছেন। পরিচালনা করবেন সালেহ সোবহান অনীম।

এ বিষয়ে আরও জানা যায়, সিরিজটিতে অপূর্ব ও বিন্দু ছাড়াও বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন বর্তমান সময়ের হার্টথ্রব ইয়াশ রোহান। এটি নির্মিত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জন্য।  

একটি সূত্র জানায়, চলতি মাসেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা রয়েছে অপূর্বর। এরপরেই শুটিংয়ে অংশ নেবেন।

সিরিজটিতে তাকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। রাজনৈতিক থ্রিলার ঘরানার এই গল্পে বিন্দুকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে পাবেন দর্শকরা। ইতোমধ্যেই চরিত্রটির জন্য প্রস্তুতি শুরু করেছেন লাবণ্যে ভরা মিষ্টি হাসির এই অভিনেত্রী।  

আলোচিত বহু কাজের সঙ্গে এডিটর হিসেবে কাজ করেছেন সালেহ সোবহান অনীম। ‘হেডলাইন’ প্রসঙ্গে এখনই বিস্তারিত তথ্য জানাতে চান না।অনীম বলেন, চিত্রনাট্যের কাজ চলছে। আরও মাসখানেক সময় লাগবে। সবকিছু ঠিকঠাক হলে সিগন্যাল পেলেই শুটিংয়ে নামব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS