জুলাই হত্যা মামলার আসামি আ.লীগ নেতা শিমুল গ্রেপ্তার

জুলাই হত্যা মামলার আসামি আ.লীগ নেতা শিমুল গ্রেপ্তার

গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলা ও ৫ আগস্টের সহিংস ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিক হত্যা মামলার আসামি আশরাফুল আলম শিমুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানীর আওয়ামী নেতা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকা মহানগর রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (৭ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকা থেকে শিমুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গত বছর গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলা ও ৫ আগস্টের সহিংস ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিক হত্যা মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। 

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, রমনা থানা থেকে বুঝে পাওয়ার পর শিমুলকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আশরাফুল আলম শিমুল। তবে গত ৩ জানুয়ারি প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় যাচাই-বাছাই পর্বে গোপালগঞ্জের রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ উজ্জামান তার মনোনয়নপত্র বাতিল করেন। পরে প্রার্থিতা ফিরে পেতে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS