News Headline :
তারেক রহমানের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ তারেক রহমানের নিরাপত্তা টিমে নতুন নিয়োগ তুচ্ছ কারণে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিলের প্রতিবাদ গণসংহতির যুবলীগ নেতা বাপ্পির নির্দেশেই হত্যা করা হয় ওসমান হাদিকে নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে চার্জশিট অনুমোদন রাজনৈতিক প্রতিহিংসায় ওসমান হাদিকে হত্যা, যুবলীগ নেতার নির্দেশে গুলি করেন ফয়সাল সামাজিক মাধ্যমে সহিংসতা বন্ধে ইসির উদ্যোগ দেখা যায়নি: দেবপ্রিয় ভট্টাচার্য ফয়সাল দুবাই নয়, ভারতেই আছে: ডিবিপ্রধান সারজিসের হলফনামা: সুনির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখবে দুদক সেন্টমার্টিনে মাস্টারপ্ল্যানে ট্যুরিজমের আগে সংরক্ষণকে গুরুত্ব দিতে হবে: রিজওয়ানা হাসান
খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী

সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শ্রদ্ধা জানান বালাকৃষ্ণান। 

তিনি তার ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান। 

বালাকৃষ্ণান লিখেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে আমি বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।তার বহু বছরের জনসেবা বাংলাদেশের উন্নয়নে একটি অদম্য ছাপ রেখে গেছে। 

২০০৫ সালে খালেদা জিয়ার সিঙ্গাপুর সফরের কথা স্মরণ করেন বালাকৃষ্ণান। 

তিনি বলেন, আমরা ২০০৫ সালে সিঙ্গাপুরে তার সরকারী সফর এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার প্রচেষ্টার কথা স্মরণ করি, যা আমাদের দুই দেশের মধ্যে উষ্ণ বন্ধুত্ব এবং চমৎকার সহযোগিতার ভিত্তি স্থাপন করেছিল। আমাদের চিন্তা তার পরিবার এবং বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS