দেড় বছর পর উপস্থাপক হয়ে ফিরলেন টয়া

দেড় বছর পর উপস্থাপক হয়ে ফিরলেন টয়া

নাচ দিয়ে শোবিজে যাত্রা শুরু হলেও অভিনয়ের মাধ্যমেই পরিচিতি পেয়েছেন মুমতাহিনা চৌধুরী টয়া। কাজ করেছেন অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে।কাজের বাইরে ঘোরাঘুরি করতেই বেশি পছন্দ করেন তিনি। একদিন আগেই গেল তার জন্মদিন। বিশেষ এই দিনটি পরিবার ও বন্ধু-বান্ধবের সঙ্গে উদযাপন করেছেন।

নতুন খবর হলো, প্রায় দেড় বছর পর আবারও পর্দায় ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী। সবশেষ তাকে টেলিভিশনে দেখা গিয়েছিল তপু খান পরিচালিত ‘ভালোবাসার রঙ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। তবে এবার টয়া ফিরেছেন উপস্থাপক হয়ে। সদ্যই শেষ করেছেন খাবারের উপস্থাপনাবিষয়ক রিয়েলিটি শো ‘আকিজ টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং’ এর দ্বিতীয় সিজনের শুটিং।

মুমতাহিনা টয়া জানান, এই শো-টা অন্যান্য অনেক শো থেকে একটু আলাদা। খাবার রান্না করার পর সেটাকে কত সুন্দরভাবে উপস্থাপন করা যায় অর্থাৎ প্লেটিং করা যায় সেটি নিয়েই এই শো, যেটাকে বলা হচ্ছে ‘আর্ট অব প্লেটিং’। এই শোতে টয়ার অতিথি হয়ে উপস্থিত হয়েছেন জয়া আহসান থেকে শুরু করে দেশের জনপ্রিয় অনেক শিল্পীরা।

বিরতি কাটিয়ে ফেরা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘একান্ত নিজের ইচ্ছে থেকেই বিরতি নিয়েছিলাম। এটা দরকার ছিল আমার জন্য। প্রায় দেড় বছর পর কাজে ফিরলাম। খুবই ভালো লাগছে। তবে প্রথম দুইদিন একটু কষ্ট হয়েছে, যেহেতু একটু গ্যাপ ছিল। এরপর আবার সেটা ঠিক হয়ে গেছে। ভালোই লেগেছে অনেক দিন পর উপস্থাপনা করেছি, অনেক এনজয় করেছি অনুষ্ঠানটা। অন্যান্য কাজের খবরও শিগগিরই দেব। ’

২০২২ সালে সাড়া জাগানো প্রথম সিজনের পর ‘আর্ট অব প্লেটিং: সিজন ২’ হতে যাচ্ছে আরো বড় পরিসরে ও আরো কঠিন কিছু চ্যালেঞ্জ নিয়ে। প্রতিযোগীরা তাদের সৃজনশীলতায় ঐতিহ্য ও উদ্ভাবনের গল্প ফুটিয়ে তুলবে নিজ নিজ প্লেটের ক্যানভাসে।  

জানা গেছে, অনুষ্ঠানটি ২৫ এপ্রিল, ২০২৫ থেকে প্রতি শুক্র ও শনিবার বাংলা ভিশনে রাত ৮টা ১৫ মিনিটে, আরটিভিতে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে, দীপ্ত টেলিভিশনে রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS