শ্রাবন্তীর কাছে কোন ধরনের প্রেম বেশি রোমাঞ্চকর?

শ্রাবন্তীর কাছে কোন ধরনের প্রেম বেশি রোমাঞ্চকর?

বছর জুড়েই আলোচনায় থাকেন ভারতের টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। কাজের চেয়ে ব্যক্তিগত কারণেই বেশি খবরের শিরোনাম হন এই অভিনেত্রী।

বড় পর্দায় শ্রাবন্তীর জীবন ঠিক যতটা রঙিন, তার ব্যক্তিগত জীবন ততটাই আলোচিত। তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেও কোনো সংসার টিকেনি এই অভিনেত্রীর। সবশেষ চলতি মাসের শুরুতে তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে আইনিভাবে বিবাহবিচ্ছেদ হয় তার।  

এবার একটি সংবামাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানালেন কোন ধরনের প্রেম তার কাছে রোমাঞ্চকর।

শ্রাবন্তীকে প্রশ্ন করা হয়: চুমু, হাতে লেখা চিঠি, মেসেজ নাকি খোলা পিঠে কবিতা লেখা কোনটা সবচেয়ে রোমাঞ্চকর বলে আপনার মনে হয়? উত্তরে এই অভিনেত্রীর জবাব, চুমু, চিঠি অনেক হয়ে গেছে। এখন তো এই খোলা পিঠে কবিতা লেখাটাই বেশি রোমাঞ্চকর লাগছে আমার। এমন প্রেমে নতুনত্ব আছে।

মূলত শ্রাবন্তী তার নতুন সিনেমা ‘আমার বস’-এ নির্মাতা-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন। সিনেমার একটি দৃশ্যে শ্রাবন্তীর খোলা পিঠে কবিতা লিখতে দেখা যায় শিবপ্রসাদকে। যা নিয়ে বেশ আলোচনা হয়েছে। মূলত সেই দৃশ্যের রেশ ধরেই প্রশ্ন করা হলে শ্রাবন্তী প্রেমের রোমাঞ্চর বিষয়ে উত্তর দেন।  

শ্রাবন্তী আরও জানান, সিনেমার তাদের যে দৃশ্যটি নিয়ে এত হইচই সেটি নাকি এক টেকেই ধারণ করা হয়েছিল। অভিনেত্রীর কথায়, একেবারে এক টেকে ওকে। কোনও ভুলের জায়গা নেই। আমরা চরিত্রে ডুবে গিয়ছিলাম।

এর আগে সোহম, জিৎ, দেবের সঙ্গে জুটি বেঁধে হিট সিনেমা উপহার দিয়েছেন শ্রাবন্তী। এবার শিবপ্রসাদ। পর্দার নায়কদের বিষয়ে এই অভিনেত্রী বলেন, সোহমের সঙ্গে আমি ছোটবেলা থেকে কাজ করছি। ওর সঙ্গে বন্ধুত্বটাই আলাদা। আবার দেবের সঙ্গে যখন কাজ করেছি হ্যান্ডসাম, গুড লুকিং সুপারস্টার। আর জিৎদা যে আমার নায়ক হবে সেটা তো কখনও ভাবতেই পারিনি। স্কুল থেকে তার সিনেমা দেখতে গিয়েছি। তার পরের বছরই জিৎ আমার নায়ক। সবটাই স্বপ্নের মতো। তবে শিবুদাকে নায়ক হিসাবে পাওয়াটাও আমার স্বপ্ন ছিল। আশা করছি, এই নতুন জুটিকেও দর্শক সমান ভালোবাসা দেবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS