দ্রুত নির্বাচন চায় ইসলামী ঐক্যজোট

দ্রুত নির্বাচন চায় ইসলামী ঐক্যজোট

সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় ইসলামী ঐক্যজোট। এক্ষেত্রে ডিসেম্বর থেকে জুনের মধ্যে খুব একটা ফারাক দেখছে না দলটি।

সোমবার (২১ এপ্রিল) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ পুরো কমিশনের সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজী।

তিনি বলেন, গত ৫ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে আমাদের ইসলামী ঐক্যজোটের নতুন কমিটি গঠন হয়েছে। সেই কমিটি ইসিতে জমা দিইনি। কিন্তু আমাদের মনে হচ্ছিল সময় ক্ষেপণ হচ্ছে। সেজন্য আমরা আবেদন করে দেখা করতে এসেছি এবং নতুন কমিটি গঠনের কারণ ও কমিটি জমা দিয়েছি।

মুফতি সাখাওয়াত হোসেন রাজী বলেন, নির্বাচন বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে- যত দ্রুত সম্ভব নির্বাচন করতে হবে। এখন জনদাবিতে পরিণত হয়েছে, যথাযথ সংস্কার না করা গেলে পেশি শক্তি, কালো টাকা দ্বারা নির্বাচন প্রভাবিত হবে। সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য সংস্কার করতে হবে। সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব আমরা আশা করছি সরকার বা ইসি নির্বাচনের আয়োজন করবে।

তিনি আরও বলেন, আমরা মনে করি যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া সম্ভব, দেওয়া হোক। নির্বাচন হতে হবে। আমরা মনে করি, প্রকৃত সংস্কার বলতে যেটা বোঝায় নির্বাচিত সরকারই করবে। তবুও নির্বাচিত হয়ে যারা আসবেন নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেন কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হতে পারে এজন্য সংস্কার করতে হবে।

সাখাওয়াত হোসেন রাজী বলেন, গত ১৬ বছর যত ধরণের আবর্জনা সৃষ্টি হয়েছে, সেগুলো দূর করতে হবে। তাহলে প্রকৃত নির্বাচন হবে। যারা ডিসেম্বর বলছেন, আমরা দেখছি প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন বলছেন, এটাতে তো খুব বেশি দেরি দেখছি না। জুন আর ডিসেম্বরের ব্যবধান খুব বেশি নয়। কাছাকাছি সময়। তবে সংস্কার করতে হবে। দ্রুত সংস্কার করে নির্বাচন করতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউন্সিলের মধ্য দিয়ে কমিটি যে পুনর্গঠন হয়েছে, সেটাই মূলত জানাতে এসেছি। ইসলামী ঐক্যজোটের এখন আর কোনো বিভক্তি নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS