গত ২১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ডিজনির নতুন সিনেমা ‘স্নো হোয়াইট’। তবে লেবানন ছবিটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ, সিনেমাটিতে আছেন ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদত। লেবাননের স্থানীয় সংবাদপত্র আন-নাহারের বরাতে খবরটি প্রকাশ করেছে চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ডেডলাইন। গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ আল-হাজ্জার এ নিষেধাজ্ঞার আদেশ দেন।
মনে করা হচ্ছে, ফিলিস্তিনে ইসরায়েলের হামলার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবিতে ইসরায়েলি অভিনেত্রী থাকায় দেশটির চলচ্চিত্র ও গণমাধ্যম পর্যবেক্ষক সংস্থার পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

এ নিষেধাজ্ঞা কোনো নতুন বিষয় নয়। বৈরুতভিত্তিক মিডল ইস্ট ডিস্ট্রিবিউশন সংস্থা ইতালিয়ান ফিল্মস জানিয়েছে, গ্যাদত অনেক আগে থেকেই লেবাননের ‘ইসরায়েল বয়কট তালিকায়’ রয়েছেন। সে কারণে তাঁর অভিনীত কোনো চলচ্চিত্রই লেবাননে মুক্তি পায়নি।
কেবল গাল গ্যাদত থাকার কারণেই নয়, অনেক কারণেই মুক্তির আগে থেকেই বিতর্কে জর্জর ‘স্নো হোয়াইট’। গ্রিম ভাইদের রূপকথা ‘স্নো হোয়াইট’-এর প্রধান চরিত্র সম্পর্কে লেখা ছিল, ‘বরফের মতো সাদা।’ পর্দায় চরিত্রটি দেখতে তেমনই হবে, এমনটাই আশা করেন ভক্তরা। তাই বছর চারেক আগে ‘স্নো হোয়াইট’ সিনেমায় প্রধান চরিত্রে যখন রেচেল জেগলারের নাম ঘোষণা করা হয়, প্রবল বিতর্ক হয়েছিল। সিনেমা মুক্তির আগে আরও ছড়িয়েছিল সে বিতর্ক। সেটা এতটাই যে সিনেমাটির প্রিমিয়ার সীমিত করতে বাধ্য হয়েছিল ডিজনি।
১৯০২ সালে ‘স্নো হোয়াইট’ থেকে প্রথম যে সিনেমা হয়, সেটি ছিল নির্বাক। এরপর নির্বাক, সবাক, অ্যানিমেশন—নানাভাবে পর্দায় এসেছে ‘স্নো হোয়াইট’। নতুন করে বড় পর্দায় আবার রূপকথাটি নিয়ে এসেছে ডিজনি।