ফেসবুকে ভাইরাল ছবির বিষয়ে মুখ খুললেন হান্নান মাসউদ

ফেসবুকে ভাইরাল ছবির বিষয়ে মুখ খুললেন হান্নান মাসউদ

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ অবশেষে মুখ খুলেছেন।

শনিবার (১৯ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টি স্পষ্ট করেন।

স্ট্যাটাসে তিনি বলেন,‘জাস্ট দুইটা বিষয় ক্লিয়ার করি। যে অফিসে বসে ছবি তুলেছি ওটা আমার অফিস না, জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী অফিস। আর বন্দরে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের যে শ্রমিক কমিটি হয়েছে, সে কমিটির আমি উপদেষ্টা—বন্দর অথরিটির উপদেষ্টা না। ’

এর আগে গত শনিবার (১২ এপ্রিল) হান্নান মাসউদ একটি ফেসবুক পোস্টে লেখেন, ‘ঈদ পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিসে আসা। এ এক অন্যরকম ভালোলাগা, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের এ চলমান সংগ্রাম আপাতত এখান থেকেই পরিচালিত হচ্ছে’।  

স্ট্যাটাসটির মন্তব্যের ঘরে রাশেদ খান নামে একজন লিখেন, ভাই এভাবে মেকি হাসি দিয়ে অফিস টাইমের ছবি দিতে দেখতাম ওবায়দুল কাদেরকে! আপনি হলেন জনতার মাসুদ। ওবায়দুল কাদেরের মাসুদ হয়েন না।  

আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে হান্নান মাসউদ নতুন এই ব্যাখ্যার মাধ্যমে তিনি স্পষ্ট করেন যে, ভাইরাল হওয়া ছবিটি কোনো ব্যক্তিগত বা সরকারি অফিসের নয়, বরং তাদের দলের অস্থায়ী অফিসের এবং তার অবস্থান শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠনের উপদেষ্টা হিসেবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS