সিলেটে বাটা জুতা লুটে আ. লীগ নেতার ছেলে গ্রেপ্তার

সিলেটে বাটা জুতা লুটে আ. লীগ নেতার ছেলে গ্রেপ্তার

সিলেটে বাটার আউটলেটে জুতা লুটপাটে জড়িত ইশতিয়াক নূর চৌধুরী জিহান নামে এক আওয়ামী লীগ নেতার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ এপ্রিল) রাত ৯টার দিকে তাকে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইশতিয়াক নূর চৌধুরী জিহান নগরের সুবিদবাজারের বাসিন্দা ও  আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গত সোমবার (৭ এপ্রিল) সিলেট নগরে তৌহিদী জনতার ব্যানারে মিছিল বের করা হয়। মিছিল থেকে হামলা চালিয়ে বাটার কয়েকটি আউটলেট ভাঙচুর ও লুটপাট করা হয়।

বিরোধী বিক্ষোভ কর্মসূচির সুযোগকে কাজে লাগিয়ে দরগাহ গেটে অবস্থিত বাটার একটি আউটলেটে হামলা ও ভাঙচুর চালায় কিছু দুর্বৃত্ত। এ সময় অন্যরা যখন ভাঙচুরে ব্যস্ত তখন জুতা লুটপাট শুরু করে জিহান। ব্যাগে ভরে জুতা লুট করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এসএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, জিহানই প্রথম জুতা লুট করা শুরু করে। সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন ভিডিও দেখে এবং সোর্সের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জিহান এয়ারপোর্ট এলাকায় আত্মগোপনে রয়েছেন। শুক্রবার সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, জিহানের বাবা মনিরুজ্জামান চৌধুরী আওয়ামী লীগ নেতা ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় মামলাও রয়েছে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS