News Headline :
ট্রাম্প অভিনীত সিনেমার দৃশ্যটি এখন পরিচালকের গলার কাঁটা! আড়াই বছর পর ফিরছে ‘ব্যাচেলর পয়েন্ট’ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের অপেক্ষা বাড়ল বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে যাচ্ছেন ৪ নারী খেলোয়াড় গাজায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত, এখনো বন্ধ ত্রাণ সরবরাহ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২, যুদ্ধবিরতি মধ্যেই প্রাণ হারালো ১৮৬ জন ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় টিসিবির জন্য ৫৪২ কোটি টাকায় রাইস ব্রান ও সয়াবিন তেল কিনবে সরকার যুক্তরাজ্য-সিঙ্গাপুর থেকে ১১৩৭ কোটি টাকার এলএনজি আমদানির অনুমোদন ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি 
বর্ষবরণ উৎসবের ‘নাম পরিবর্তন নয়, পুনরুদ্ধার করেছি’

বর্ষবরণ উৎসবের ‘নাম পরিবর্তন নয়, পুনরুদ্ধার করেছি’

বর্ষবরণ উৎসবের নাম পরিবর্তন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম বলেছেন, নাম পরিবর্তন নয়, আমরা পুনরুদ্ধার করেছি।

শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

১৯৮৯ সালে প্রথম ‘আনন্দ শোভাযাত্রা’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই বর্ষবরণ উৎসব শুরু হয়। পরে ১৯৯৫ সালে এটি আনন্দ শোভাযাত্রা থেকে মঙ্গল শোভাযাত্রা নাম পায়। নতুন নাম দেওয়া হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা।

অধ্যাপক আজহারুল ইসলাম বলেন, ১৯৮৯ সালে বর্ষবরণ উৎসবের এই চর্চা শুরু হয়। আমরা তখন এখানকার ছাত্র ছিলাম। পরে ‘মঙ্গল’ শোভাযাত্রা হিসেবে নাম পরিবর্তন হয়।  

তিনি বলেন, ১৯৮৯ সালের আয়োজনে স্বতস্ফূর্ততা কতটা ছিল, আর পরে কী হয়েছে, তা আপনারা জানেন। সে কারণে আমরা এটিকে পরিবর্তন বলছি না, আমরা বলছি পুনরুদ্ধার।

কোনো পক্ষের চাপে তারা এটি করেছেন কি না জানতে চাইলে ডিন বলেন, চাপের প্রসঙ্গটা আমরা ওভাবে মূল্যায়ন করতে চাই না। প্রতি বছর বর্ষবরণ নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। আমাদের এই ভূখণ্ডের প্রত্যেক শ্রেণি-পেশার মানুষ কীসের মধ্যে দাঁড়াবে, সে জায়গাটা আসলে বিবেচ্য।  

তিনি বলেন, মঙ্গল শব্দের কোনো শব্দগত ত্রুটি আমি দেখছি না। তবে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা শব্দটিকে এমনভাবে ব্যবহার করেছে যে সমাজের মধ্যে এ নিয়ে একটি বাজে অনুভূতি কাজ করছে। আমরা অতীতে ফিরে যেতে চাই, যেখানে সবার স্বতস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যেখানে সংস্কৃতির মধ্যে কোনো রাজনৈতিক আগ্রাসন ছিল না।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ, অধ্যাপক এ এ এম কাওসার হাসান, প্রক্টর সাইফুদ্দীন আহমদসহ বর্ষবরণ উদযাপন সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় কমিটি এবং বিভিন্ন উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS