মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপের ফলে আর্থিক বাজার অস্থির হয়ে উঠছে। এ অবস্থায় মূলধারার আর্থিক প্রতিষ্ঠান থেকে স্বাধীন হলেও বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা দেখা দেওয়ায় অন্যান্য সম্পদের মতো ক্রিপ্টো বাজারও হুমকিতে পড়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকালের দিকে ক্রিপ্টো ডেটা দেখায়, বিটকয়েনের দাম ৭ শতাংশেরও বেশি কমে ৭৬,৬০৫ ডলারে লেনদেন হয়েছে। এটি পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যে নেমে এসেছে।
এর আগে মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয়ের বিটকয়েনের দাম সর্বোকালের সর্বোচ্চ ৮০ হাজারে উঠে যায় এবং ১ লাখ ডলার ছাড়িয়ে যায়।
এদিকে, শুধু বিটকয়েনই নয় সোমবার সকালে দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টো মূদ্রা ইথেরিয়ামের দাম প্রায় ১৮% কমেছে। একইভাবে এক্সপিআর (XRP)-র দামও একই রকম কমেছে।
ব্রিটিশ পাবলিক লিমিটেড কোম্পানি এজে বেলের বিনিয়োগ বিশ্লেষণের প্রধান লাইথ খালাফ বলেছেন, এখন ‘যে কোনো ঝুঁকিপূর্ণ সম্পদের পক্ষে অক্ষত থাকা কঠিন হয়ে উঠেছে।’
মার্কিন নির্বাচনে জয়ের পর ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বের ক্রিপ্টো রাজধানী’ করার এবং একটি কৌশলগত বিটকয়েন রিজার্ভ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগকারীদের আকৃষ্ট করেন। খালাফের মতে, এখন বিনিয়োগকারীরা ‘ঝুঁকি নিয়ে যে কোনো কিছু থেকে পালিয়ে যাচ্ছেন’, ফলে ‘ক্রিপ্টোতে প্রচুর ঝুঁকি রয়েছে’।