ছ্যাঁকা খাওয়া তৌসিফ প্রেমিক-প্রেমিকাদের নয়নমণি!

ছ্যাঁকা খাওয়া তৌসিফ প্রেমিক-প্রেমিকাদের নয়নমণি!

পুরান ঢাকার সূত্রাপুরের গল্প এটা। যে গল্পে উঠে আসবে সেই এলাকার বিভিন্ন সমস্যার চিত্র।বিভিন্ন সমস্যা বললে ভুল হবে, মূলত এলাকার একটি বিশেষ সমস্যা নিয়ে এগিয়ে যাবে ‘প্রেম ভাই’ নাটকের গল্প!

যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। সঙ্গে আছেন তানজিম সাইয়ারা তটিনী ও ফারুক আহমেদ। সজিব খানের গল্পে সেজান নুরের সংলাপে ঈদের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। নাজমুল হাসানের সিনেমাটোগ্রাফিতে ‘প্রেম ভাই’ নাটকে উঠে আসবে পুরান ঢাকার দারুণ এক গল্প।

সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা খুব বেশি আগাম বলতে নারাজ। তবুও আভাস দিলেন এভাবে, সূত্রাপুর এলাকায় গত দুই বছর ধরে কাজ করে যাচ্ছে সব সমস্যার সমাধান করা প্রেম ভাই। বিশেষ করে এলাকার তরুণ টগবগে যুবক, প্রেমিক-প্রেমিকাদের একমাত্র আশা-ভরসা এই প্রেম ভাই। এই প্রেম ভাই অনার্স শেষ করে এলাকাতেই থেকে গেছে। দুই বছর আগে শিলা নামের এক মেয়ের সঙ্গে এক বছর প্রেম করেছে। চাকরি বা ব্যবসা করে না বলে শিলার প্রেম ভেঙে যায়। শিলার চলে যাওয়াটা প্রেমের কাছে মোটেও সহজ ব্যাপার ছিল না।

মূলত এই হারানোর ব্যথা কিংবা বিরহের দাগ বুকে নিয়ে নতুন মিশনে নামে প্রেম ভাই। যে মিশনের কারণে রাতারাতি এলাকার সকল তরুণ-তরুণী আর প্রেমিক-প্রেমিকার নয়নমণি হয়ে ওঠে প্রেম ভাই। কিন্তু ছ্যাঁকা খেয়ে কী এমন কাজ করছিলেন প্রেম ভাই তথা তৌসিফ মাহবুব, সেটা জানতে হলে চোখ রাখতে হবে সিএমভি’র ঈদ আয়োজনে।

‘প্রেম ভাই’ নাটকের প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এই ঈদে অন্তত ২০টি বিশেষ নাটক মুক্তি দিতে যাচ্ছে সিএমভি। এগুলো চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS