এবার কানের মঞ্চে আলিয়া ভাট!

এবার কানের মঞ্চে আলিয়া ভাট!

বলিউডের চলতি সময়ের দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন আলিয়া ভাট। ‘হার্ট অফ স্টোন’ সিনেমার সুবাদে হলিউডের হৃদয়েও জায়গা করে নিয়েছেন তিনি।২০২৪ সালে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতেও নাম উঠেছিল তার।

‘কাপুর বাড়ির বউমা’ বর্তমানে গ্লোবাল স্টার। মেট গালার লাল গালিচায় পশ্চিমী তারকাদের ভিড়ে হেঁটে গত বছরই তাক লাগিয়ে দিয়েছিলেন আলিয়া। আর এবার কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের জন্য যোগ দিতে যাচ্ছেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে মুম্বাইয়ের পাপারাজ্জিদের নিয়ে প্রি বার্থডে সেলিব্রেশনে মেতে উঠেছিলেন আলিয়া ভাট। সেই অনুষ্ঠানেই অভিনেত্রী ফাঁস করলেন বড় খবর! জানান, চলতি বছরের কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিচ্ছেন তিনি।

আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য মুখিয়ে থাকেন তারকারা। সেই আমন্ত্রণ এবার আলিয়া ভাটের কাছে। গুঞ্জন আগে শোনা গিয়েছিল, তবে বৃহস্পতিবার জল্পনায় সিলমোহর বসালেন অভিনেত্রী নিজেই। আলিয়া জানালেন, মুখিয়ে রয়েছি কবে কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেব।

করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এখন বলিউডের ‘কুইন’। দ্বিতীয় সিনেমা ‘হাইওয়ে’ থেকেই নিজের জাত চিনিয়েছিলেন আলিয়া ভাট। এক দশকের ক্যারিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়েছেন।

জাতীয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার-এর পাশাপাশি আন্তর্জাতিক আঙিনা থেকেও পুরস্কার উঠেছে তার হাতে। বলিউড তো বটেই এমনকী পাশ্চাত্যের বিনোদন নিয়াতেও আলিয়ার ভক্তসংখ্যা অগণিত। গত বছর টাইমস ম্যাগাজিনে বিশ্বের একশো প্রভাবশালীদের তালিকায় নাম তুলেছিলেন আলিয়া ভাট।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS