মাগুরার সেই শিশুর জন্য বিচার চাইলেন শাকিব খান

মাগুরার সেই শিশুর জন্য বিচার চাইলেন শাকিব খান

মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় উত্তাল দেশ। ধর্ষণে অভিযুক্তদের ফাঁসি ও নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন চলছে।সামাজিকমাধ্যমেও বিষয়টি নিয়ে তৎপর বড় একটি অংশ। এবার এ তালিকায় নাম লেখালেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান।

নিজের ফেসবুকে হ্যাশ ট্যাগ দিয়ে বিচার চাইলেন এই চিত্রনায়ক। শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুকে লেখেন, ‘জাস্টিস ফর আছিয়া। উই ওয়ান্ট জাস্টিস। ’

রোববার (০৯ মার্চ) দুপুরে শাকিব খানের দেওয়া পোস্টটি সঙ্গে সঙ্গে সামাজিকমাধ্যমে ছড়িয়ে যায়। তার ভক্তরা প্রতিবাদে সরব হওয়ায় বাহবা দিয়ে মন্তব্য করতে দেখা যায়। তবে বিষয়টি নিয়ে শাকিব প্রতিবাদ করলেও দেশের অনেক তারকাকে এখনও মুখ খুলতে দেখা যায়নি।

প্রসঙ্গত, মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে গত বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ। শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) এনে ভর্তি করা হয় এবং পরে শুক্রবার রাতে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। এরপর শনিবার সন্ধ্যায় তাকে সিএমএইচে নেওয়া হয়।

ধর্ষণের ঘটনার তিন দিন পর শনিবার (৮ মার্চ) শিশুর মা বাদী হয়ে সদর থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা করেন। এ মামলায় শিশুটির ভগ্নিপতি সজিব হোসেন (১৮) ও বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), সজিব শেখের এক ভাই (১৭) ও তাদের মা জাবেদা বেগমকে (৪০) আসামি করা হয়েছে। তাদের চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS