ফ্যাসিবাদ একটি মানসিক রোগের নাম: স্বপন

ফ্যাসিবাদ একটি মানসিক রোগের নাম: স্বপন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাসিবাদ কিন্তু কোনো ব্যক্তির নাম না, ফ্যাসিবাদ একটি মানসিক রোগের নাম। সে রোগে পতিত সরকার আক্রান্ত হয়ে পলাতক হলেও সে রোগে কিন্তু যে কেউ আক্রান্ত হতে পারে।

শুক্রবার (৮ মার্চ) বিকেলে ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সবার মধ্যে একটা গণতান্ত্রিক মূল্যবোধ না থাকলে কিন্তু সবাই মিলে একসঙ্গে পথ চলা যায় না। কোনো ভিন্নমত, কোনো ভিন্ন চিন্তা মানেই যে একটা শত্রুতা, এটা কিন্তু গণতান্ত্রিক মূল্যে বোধ হবে না।

প্রেসক্লাবের আহ্বায়ক গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমান শরীফ স্বপন ও সদস্য সচিব ফরিদ মিয়া।

বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সদস্য ও ভোরের কাগজের চিফ রিপোর্টার খোন্দকার কাওসার হোসেন, প্রেসক্লাবের কো- আহ্বায়ক জহুরুল ইসলাম জহির, খোন্দকার মনিরুজ্জামান, প্রবাসী বিএনপি নেতা বদরে আলমসহ অন্যান্যরা। সভায় রাজনৈতিক নেতারা প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS