News Headline :
সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনা ন্যায়বিচারটা দেখতে চাই, ট্রাইব্যুনাল প্রসঙ্গে প্রধান বিচারপতি বই ছাপাতে অসহযোগিতা করেছে বিগত সরকারের অসাধু চক্র: প্রেস উইং মোদীর সফর ঘিরে হত্যার ঘটনায় হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গণহত্যা-গুমের অভিযোগে শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল মা-ছেলে একসঙ্গে দেশে ফিরবেন, প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের বিয়ে নিয়ে সমালোচনা ও নতুন স্ত্রীকে নিয়ে যা বললেন তাহসান বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন শাহরুখের স্ত্রী গৌরী! বেঙ্গালুরুতে সন্তানদের বিষ খাইয়ে ফাঁস নিলেন দম্পতি ফ্ল্যাট বিতর্কে পদত্যাগের চাপে টিউলিপ সিদ্দিক
ফ্ল্যাট বিতর্কে পদত্যাগের চাপে টিউলিপ সিদ্দিক

ফ্ল্যাট বিতর্কে পদত্যাগের চাপে টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগের চাপে রয়েছেন। লন্ডনে সাত লাখ ইউরোর এক ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে মিথ্যাচার সামনে আসায় তার পদত্যাগের দাবি উঠল।

দ্য মেইল অন সানডে এক প্রতিবেদনে জানায়, টিউলিপ দুই বেডরুমের একটি ফ্ল্যাট তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে পান। তবে ফ্ল্যাট পাওয়ার কথা তিনি এর আগে অস্বীকার করেন।  

টিউলিপ গণমাধ্যমে জোর দিয়ে বলেন তার বাবা-মা তার জন্য ফ্ল্যাটটি কেনেন।   ভিন্ন তথ্য দেওয়ায় তিনি তিনি আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন।

লেবার পার্টির একাধিক সূত্রের বরাতে মেইল অন সানডে নিশ্চিত হয়েছে, লন্ডনের কিংস ক্রস এলাকার ফ্ল্যাটটি আসলে একজন ডেভেলপার টিউলিপ সিদ্দিককে কৃতজ্ঞতাস্বরূপ দিয়েছিলেন।

টিউলিপ যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের (ট্রেজারি) অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি)। মন্ত্রী হিসেবে তিনি দেশটির আর্থিক খাতের অপরাধ-দুর্নীতি বন্ধের দায়িত্বে রয়েছেন। তিনি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে।

এদিকে অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশে টিউলিপের বিরুদ্ধে তদন্ত চলছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ও তার পরিবারের আরও চার সদস্য বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৩ দশমিক ৯ বিলিয়ন ইউরো আত্মসাৎ করেছেন।

কনজারভেটিভ পার্টির এমপিরা দাবি করছেন, টিউলিপ যদি তার কর্মকাণ্ডের ব্যাখ্যা না দেন, তবে তাকে পদত্যাগ করতে হবে।

হ্যারো ইস্টের টরি এমপি বব ব্ল্যাকম্যান বলেন, টিউলিপ সিদ্দিককে তার সম্পত্তি লেনদেনের বিষয়টি স্পষ্ট করতে হবে এবং মূলত কী বলা হয়েছিল এবং কেন, তা ব্যাখ্যা করতে হবে। যদি তিনি তা না করেন, তবে মন্ত্রী হিসেবে তার আর টিকে থাকা সম্ভব নয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছায়ামন্ত্রী ম্যাট ভাইকার্স বলেন, সরকারের যেকোনো সদস্যের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অগ্রহণযোগ্য। তবে এটি আরও বেশি প্রশ্নবিদ্ধ হয় যখন তিনি স্টারমারের দুর্নীতিবিরোধী মন্ত্রী।

হান্টিংডনের টরি এমপি নেন ওবেজ-জেকটি বলেন, টিউলিপ সিদ্দিক সম্পর্কে এই নতুন তথ্য উদ্বেগজনক। এখন এটি প্রমাণিত হয়েছে যে ফ্ল্যাটটি তিনি নিজে কেনেননি, বরং তাকে উপহার দেওয়া হয়েছে, তার আরও প্রশ্নের জবাব দেওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS