আসাদের অনুসারীদের অতর্কিত হামলায় ১৪ পুলিশ নিহত

আসাদের অনুসারীদের অতর্কিত হামলায় ১৪ পুলিশ নিহত

সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থকরা এক অতর্কিত হামলায় নতুন সরকারের ১৪ পুলিশকে হত্যা করেছে। এমনটি বলছে দেশটির বিদ্রোহী নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।দেশটির পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

তারা জানায়, মঙ্গলবার লড়াইয়ের সময় ভূমধ্যসাগরের তীরবর্তী তারতুস বন্দরের কাছে আরও ১০ পুলিশ আহত হয়েছেন। ওই এলাকা আসাদের সংখ্যালঘু আলাওয়ি মুসলিম সম্প্রদায়ের ঘাঁটি হিসেবে পরিচিত।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী দামেস্কের কাছে কুখ্যাত সেদনায়া কারাগার সংশ্লিষ্টতায় সাবেক এক কর্মকর্তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর ওপর অতর্কিত হামলা হয়।  

মাত্র দুই সপ্তাহের কিছু বেশি সময় আগে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ  ক্ষমতাচ্যুত হন। বিদ্রোহীদের চালানো অভিযানে নেতৃত্ব দেয় সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)।

যুক্তরাজ্য-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলছে, তিন সশস্ত্র ব্যক্তি সংঘাতে নিহত হন। তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এসওএইচআর বলছে, পরে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়।

এদিকে সিরিয়া সরকার মধ্যাঞ্চলীয় শহর হোমসে রাত্রিকালীন কারফিউ জারি করেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আলাওয়ি সম্প্রদায়ের একটি মাজারে হামলার ভিডিও নিয়ে অস্থিরতা ছড়িয়ে পড়ার পর এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভিডিওটি পুরোনো এবং এটি গত নভেম্বরের শেষের দিকে আলেপ্পোতে বিদ্রোহীদের এক হামলার সময়ে ধারণ করা। অপরিচিত কিছু গোষ্ঠী এ হামলার ঘটনা ঘটায়।

হোমসে একজন নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন বলে জানায় এসওএইচআর। তারতুস ও লাতাকিয়া শহরসহ আসাদের নিজ শহর কারদাহাতেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

আলাওয়ি হলো একটি শিয়া গোষ্ঠী। গত সরকারের অনেক রাজনৈতিক ও সামরিক অভিজাত ব্যক্তিরা এই সম্প্রদায়ের। বিশেষ করে আসাদ পরিবারের সদস্যরাও এ সম্প্রদায়ের।

আলাওয়ি সম্প্রদায়ের সদস্যদের মধ্যে প্রতিশোধের ভয় রয়েছে। কারণ আসাদের শাসনামলে সিরিয়ায় নির্যাতন ও হত্যার জন্য তাদের দায়ী করা হয়।

সিরিয়ার তারতুস শহরে সাবেক কর্মকর্তারা অস্ত্র জমা দিতে অস্বীকৃতি জানাচ্ছেন এবং কিছু শহরের বাসিন্দারা প্রতিরোধের ইঙ্গিত দিচ্ছেন।  

আলাওয়ি সম্প্রদায়ের ধর্মীয় নেতারা সম্প্রতি তাদের জন্য সাধারণ ক্ষমার আহ্বান জানিয়েছেন। তবে, তাদের সদস্যদের বিরুদ্ধে সংঘটিত বহু যুদ্ধাপরাধের অভিযোগের কারণে এই আহ্বান বাস্তবায়ন কঠিন বলে মনে করা হচ্ছে।  

সিরিয়ার নতুন নেতৃত্বের অধীনে জনগণ আসাদের শাসনামলে সংঘটিত অপরাধের জন্য দায়ীদের বিচার ও শাস্তির দাবি জানাচ্ছে। এদিকে, আলাওয়ি সম্প্রদায়ের সদস্যরা তাদের বিরুদ্ধে সম্ভাব্য বিচার ও প্রতিশোধের ভয়ে উদ্বিগ্ন। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS