সাংবাদিক হাসান মাহমুদ হত্যায় মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

সাংবাদিক হাসান মাহমুদ হত্যায় মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সাংবাদিক হাসান মাহমুদ হত্যা মামলায় এজাহার নামীয় আসামি জাকিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার জাকিয়া সুলতানা পটুয়াখালী জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় গুলিস্তানের পীর ইয়েমেনি হোটেলের একটি কক্ষ থেকে জাকিয়া সুলতানাকে গ্রেপ্তার করে খিলগাঁও থানা পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

এর আগে সাংবাদিক হাসান মাহমুদ হত্যার ঘটনায় গত ৩০ আগস্ট খিলগাঁও থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা করেন তার স্ত্রী ফাতেমা। মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করে এবং আরো ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

খিলগাঁও থানার বরাত দিয়ে ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ৩১ জুলাই রাত আনুমানিক দেড়টার সময় নিজ বাসা থেকে বের হয়ে রাতে ফিরে আসেননি হাসান মাহমুদ। তিনি ফিরে না আসায় ফাতেমা অনেক খোঁজাখুঁজি কররে জানতে পারেন, সাদা পোশাকে অস্ত্রধারী অজ্ঞাত ৫০-৬০ জন লোক তার স্বামী হাসান মাহমুদকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে তিনি খবর পান, তার স্বামীর লাশ গোড়ান ছাপড়া মসজিদের সামনে রাস্তায় পড়ে রয়েছে। বাদী ওইদিন ভোর সাড়ে ৫টার সময় ঘটনাস্থলে গিয়ে স্বামীর দেহ মুগদা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাসান মাহমুদকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তদন্তাধীন এ মামলায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় গুলিস্তানের পীর ইয়েমেনি হোটেলের একটি কক্ষ থেকে জাকিয়া সুলতানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS