না.গঞ্জের ছাত্র হত্যা মামলার আসামি রশিদ মেম্বার চট্টগ্রাম থেকে আটক

না.গঞ্জের ছাত্র হত্যা মামলার আসামি রশিদ মেম্বার চট্টগ্রাম থেকে আটক

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা ও নাশকতা মামলার আসামি বক্তাবলী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেম্বার রশিদকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব ১১ এর মেজর অনাবিল ইমাম।

এর আগে চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন ফৌজদারহাট বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে ও এজাহার পর্যালোচনায় জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি রশিদ মেম্বর দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে নাশকতা কার্যক্রম চালিয়ে আসছে। ১৯ জুলাই নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার অন্তর্গত দেলপাড়া এলাকায় ছাত্র আন্দোলনের ডাকে দিনব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। এ সময় কর্মসূচিকে প্রতিহত করার লক্ষ্যে আসামি রশিদ মেম্বরসহ তার অন্যান্য সহযোগীরা তাদের হাতে থাকা ককটেল, রামদা, লোহার রোডসহ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরীহ ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা, ককটেল বিস্ফোরণ এবং গুলি বর্ষণ করে। গ্রেপ্তারকৃত আসামিকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলায় অন্যান্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS