সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম: শাবনূর

সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম: শাবনূর

বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ’র জন্মদিন বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর)। বেঁচে থাকলে আজ তিনি ৫৩ পূর্ণ করে ৫৪’তে পা দিতেন।

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে সালমান শাহ’র ক্যারিয়ার স্বল্প দৈর্ঘ্যের। ৩ বছর ৫ মাস ১২ দিনের ক্যারিয়ারে উপহার দিয়েছেন ২৭টি সিনেমা। এই অল্প সময়েই অভিনয় আর স্টাইলে কাঁপিয়েছেন দেশ। তার ২৭টি সিনেমার ১৪টির নায়িকা ছিলেন শাবনূর।  

সালমান-শাবনূরের প্রেম নিয়েও বিভিন্ন সময়ে নানা আলোচনা হয়েছে। তবে শাবনূর প্রকাশ্যে তা কোনোদিন স্বীকার করেননি। বর্তমানে ছেলে আইজান নেহানকে নিয়ে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। সেখান থেকেই সালমান শাহ’র জন্মদিনে তাকে স্মরণ করলেন এ নায়িকা।  

এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, বাংলা চলচ্চিত্রের যুবরাজ সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম, এক ইতিহাসের নাম। প্রিয় এই নক্ষত্র এখনও আমাদের সবার হৃদয়ে, ভাবনায়, অনুভবে বেঁচে আছে, বেঁচে থাকবে চিরকাল।

শাবনূর আরও লেখেন, জন্মদিনে বরাবরের মতো পরম শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি তোমাকে। আল্লাহপাক তোমাকে জান্নাতবাসী করুন।

প্রসঙ্গত, ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন সালমান শাহর। এরপর সবচেয়ে বেশি সিনেমা করেছেন শাবনূরের সঙ্গে। এই জুটির আলোচিত সিনেমাগুলো হলো- ‘সুজন সখি’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘তুমি আমার’, ‘বুকের ভেতর আগুন’ ও ‘আনন্দ অশ্রু’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS