বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন ড. ইউনূস

বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনে যোগ দিতে আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। তিনি অধিবেশনে আগামী  ২৭ সেপ্টেম্বর বক্তৃতা করবেন।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার সময় ড. ইউনূস  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।  এছাড়া জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ লাভের  ৫০ বছর পূর্তিতে  নিউইয়র্কে বাংলাদেশ মিশন আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।  প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে প্রায় ২০ জন প্রতিনিধি যাচ্ছেন।

জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়ে সাইডলাইনে বিশ্বের বেশ কয়েকজন শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন ড.  ইউনূস।

এরমধ্যে রয়েছেন বাহরাইনের যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ বিন ইসা আল খলিফা, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফ, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।

এছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডিসহ জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থার প্রধানেরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রধান উপদেষ্টা সফর শেষে আগামী ২৭ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS