বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নুহুকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব—১২) ক্রাইম প্রিভেনশন কোম্পানি সিপিসি—৩ মেহেরপুর ক্যাম্প।
গ্রেপ্তার মো. নুহু মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের মো. আক্কাস আলীর ছেলে।
শনিবার (২২ জুন) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের (সেন্টারপাড়া) এলাকার মো. সাহাবুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ এর সিপিসি-৩ মেহেরপুর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানার আদেশ পেয়ে নুহুকে গ্রেপ্তারের প্রচেষ্টা চালায় র্যাব সদস্যরা। পরে গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নুহুকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।