ডা. ফারহানা নাজমুন যুথি গর্ভকালীন সময়ে অন্যান্য সমস্যার মতো দাঁত ও মুখগহ্বরের সমস্যাও বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। এ সময়ে অ্যাসিডিটি ও মর্নিং সিকনেসের মতো সমস্যার কারণে মুখগহ্বরে পিএইচ কমে যায় ফলে এর পরিবেশ অ্যাসিডিক হয়ে যায়, যা দাঁতের ওপরের লেয়ার তথা এনামেল ক্ষয় করে। এতে দাঁতে সিরসির অনুভব হয়।
বিস্তারিত পড়ুন