আবহাওয়ার সঙ্গে বদলায় প্রয়োজন, বদলায় জীবনধারা। এই ঝিরিঝিরি বৃষ্টি, এই ঝুম। আষাঢ়-শ্রাবণ এবং এই দুই মাস পেরিয়েও কয়েক মাস পর্যন্ত বৃষ্টি নামতে পারে হুটহাট। চারপাশে পিচ্ছিল রাস্তাঘাট, রাস্তায় জমা পানি, মাটির সোঁদা ঘ্রাণ— বর্ষা এলে যেন প্রাণ ফিরে পায় প্রকৃতি। পাহাড় হোক বা সমুদ্র- রাস্তা থাকে পিচ্ছিল। নামতে পারে ধ্বস।
বিস্তারিত পড়ুন